মোদীর দাড়ির সঙ্গে অপদার্থতা আর দুর্নীতি পাল্লা দিয়ে বাড়ছে! বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বাংলা হান্ট ডেস্কঃ রাফাল যুদ্ধবিমান (Rafael aircraft) নিয়ে শুরু থেকেই দুর্নীতি প্রসঙ্গে সরব হয়েছিল বিরোধীরা। একাধিকবার লোকসভায় এই দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। মামলা গড়িয়েছিল সুপ্রিমকোর্ট অবধি। কিন্তু সেখানেও মুখ বন্ধ খামে বিমানের দাম এবং অন্যান্য নথিপত্র কোর্টকে জমা দেয় কেন্দ্র সরকার। দেশের সুরক্ষার কথা মাথায় রেখে কিছুই বাইরে আনা হয়নি।

কিন্তু শুরু থেকেই অভিযোগ উঠেছিল নিজের প্রিয় পাত্র আম্বানিকে বিমান তৈরীর টেন্ডার পাইয়ে দিতে এইচসিএলের সঙ্গে চুক্তি রদ করা হয়েছিল। ভারতে সেভাবে তদন্ত প্রক্রিয়া না এগোলেও এবার এই নিয়ে সরগরম হয়ে উঠেছে ফ্রান্সের রাজনীতি। ইতিমধ্যেই সেখানকার মিডিয়া হাউস এবং একটি সংস্থা ফ্রান্স এবং ভারত সরকারের চুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। যার জেরে এখন তদন্ত চলছে রাফাল বিমানের চুক্তি নিয়ে।

ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এবার এ বিষয়ে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Bandopadhyay)। এদিন প্রধানমন্ত্রী মোদীকে (Narendra Modi) ফের একবার কটাক্ষ করে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদীর কী হাল হয় শুধু দেখতে থাকুন। এর আগেও একটা কেলেঙ্কারি সামনে এসেছে। তার তদন্ত চলছে। এই তো খেলা শুরু। যত রকমের কেলেঙ্কারি আছে, সবের মাস্টারমাইন্ড বিজেপি (BJP)। এত দুর্নীতিগ্রস্ত সরকার হয় না। দাড়ির সঙ্গে পাল্লা দিয়ে নরেন্দ্র মোদীর অপদার্থতা এবং দুর্নীতিও বেড়ে চলেছে।’’

Kalyan Banerjee PTI 1

সাথে সাথেই রাফাল বিমান চুক্তি নিয়ে সঠিক তদন্তের জন্য ফরাসি সরকারের কাছে অনুরোধও জানান তিনি। তিনি বলেন সঠিকভাবে তদন্ত হোক। আরও অনেক দুর্নীতি রয়েছে। এবার ওদের কেনা গোলাম সিবিআইও (CBI) বাঁচাতে পারবে না। একদিকে যখন রাফাল কান্ডকে দ্বিতীয় বোফর্স কান্ড বলে কটাক্ষ করেছেন অনেকেই, তখন অন্যদিকেও সমস্যা বেড়েছে মোদি সরকারের জন্য। কিছুতেই কমছে না পেট্রোপণ্যের অগ্নিমূল্য দাম বরং ফের আগুন হয়ে উঠেছে রান্নার গ্যাস। ইতিমধ্যেই দাম পৌঁছে গেছে সাড়ে আটশো টাকার কাছাকাছি। এদিন গোটা দেশ জ্বলছে বলেও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেন এই তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা।

তিনি বলেন ২০২৪ এ মানুষ এর জবাব দেবে। এখন আগামী দিনে এই ঘটনা কোন দিকে গড়ায় তা হয়তো বলে দেবে সময়ই, কিন্তু আপাতত বিজেপি সরকার যে বেশ বিপাকে এ নিয়ে কোন সন্দেহ নেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর