জালিয়াতির কবলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়! ৬৫ লক্ষ টাকা উধাও তৃণমূল সাংসদের অ্যাকাউন্ট থেকে, তদন্তে লালবাজার

Published on:

Published on:

Kalyan Banerjee Falls Victim to 65 Lakh Cyber Fraud

বাংলা হান্ট ডেস্কঃ ডিজিটাল যুগে সাইবার জালিয়াতির ঘটনা নতুন কিছু নয়। প্রচুর মানুষ এই জালিয়াতির শিকার হয়েছেন। এবার এই জালিয়াতের শিকার হলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।

কী ঘটেছে কল্যান বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সাথে?

সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) অভিযোগ করেন যে, তাঁর দীর্ঘদিন ব্যবহার না হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে একাধিক জালিয়াতি করেছে দুষ্কৃতীরা। এর ফলস্বরূপ উধাও হয়ে গিয়েছে ৬৫ লক্ষ টাকা। ঘটনাটি জানাজানি হতেই নড়েচড়ে বসেছে লালবাজারের সাইবার অপরাধ দপ্তর। ইতিমধ্যেই লিখিত অভিযোগও দায়ের করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

কীভাবে ঘটল জালিয়াতি?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) অভিযোগ জানিয়ে বলেন, তাঁর এসবিআইয়ের হাইকোর্ট শাখার অ্যাকাউন্টটি বহুদিন ব্যবহৃত না হওয়ায় সেটি ‘ডরম্যান্ট’ হয়ে যায়। সেই অব্যবহৃত অ্যাকাউন্ট থেকেই নাকি দুষ্কৃতীরা কেওয়াইসি চুরি করে নেয়। এরপর জাল কেওয়াইসি তৈরি করে ওই অ্যাকাউন্ট সক্রিয় করে ফেলে তারা। সক্রিয় অ্যাকাউন্ট থেকেই একের পর এক লেনদেনের মাধ্যমে ৬৫ লক্ষ টাকা তুলে নেয় প্রতারকরা।

কীভাবে সামনে আসে ঘটনাটি?

ঘটনাটি প্রথমে সামনে আসে ব্যাঙ্কের তরফেই। এদিন সন্ধ্যায় হাইকোর্ট শাখার ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) সঙ্গে যোগাযোগ করেন। জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়েছে। জানতে চান, তিনি এ বিষয়ে অবগত কিনা। সেই সময়ই পুরো ঘটনার খবর পান কল্যাণবাবু। এরপর আর দেরি না করে দ্রুত তাঁর আইনজীবীর মাধ্যমে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে লালবাজারের সাইবার অপরাধ শাখা। কারা কীভাবে অ্যাকাউন্টের কেওয়াইসি নথি সংগ্রহ করল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ব্যাঙ্কের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Kalyan Banerjee Falls Victim to 65 Lakh Cyber Fraud
আরও পড়ুনঃ ২০০২-এর ভোটার লিস্টে সপরিবারে তৃণমূল কাউন্সিলরের নাম গায়েব! SIR নিয়ে ফুঁসে উঠলেন অশোক রুদ্র

বিশেষজ্ঞদের মতে, অনলাইন প্রতারণার পরিমাণ ক্রমশ বাড়ছে। ডিজিটাল অ্যারেস্ট, ভুয়ো লিঙ্ক, কেওয়াইসি জালিয়াতি সহ নানা কৌশলে জাল বিছাচ্ছে দুষ্কৃতীরা। অনেক সময় গ্রাহক সম্পূর্ণ অজান্তেই ফাঁদে পড়ছেন। এবার সেই জালেই ধরা পড়লেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)।