বাংলা হান্ট ডেস্কঃ ভারতের বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করতে গিয়ে ফের বিতর্কের মুখে পড়লেন বর্ষীয়ান আইনজীবী ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। বিচারপতিদের নিয়ে তাঁর তীক্ষ্ণ মন্তব্যের ইতিহাস নতুন নয়। কলকাতা হাই কোর্টের এজলাসেও তাঁকে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে বারবার। আর এবার সরাসরি দেশের প্রধান বিচারপতিকে নিয়েই বিস্ফোরক দাবি করলেন তিনি।
রোহিঙ্গা মামলার পর্যবেক্ষণেই ক্ষুব্ধ কল্যাণ (Kalyan Banerjee)
মঙ্গলবার রোহিঙ্গাদের নিয়ে একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “রোহিঙ্গাদের কি সরকার শরণার্থী ঘোষণা করেছে? কেন তাঁদের সব সুবিধা দেওয়া হবে?” তিনি আরও স্পষ্ট জানান, “রোহিঙ্গাদের রাখতে ভারত বাধ্য নয়।” এই মন্তব্য শুনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ (Kalyan Banerjee) বলেন, “জবাব দেওয়া আমার সাজে না। কারণ উনি প্রধান বিচারপতি। কিন্তু কোনও বিচারপতিরই লুজ কমেন্ট করা উচিত নয়।” এরপরই তিনি বিচারব্যবস্থা নিয়ে অতীত ও বর্তমানের পার্থক্য তুলে ধরে বলেন, “আগে বিচারপতিরা কম কথা বলতেন, আজকাল বিচারপতিরা বেশি কথা বলেন।”
প্রসঙ্গত, এটাই প্রথম নয়। হাই কোর্টেও বিচারপতিদের নিয়ে তাঁর মন্তব্যে বারবার উত্তেজনা তৈরি হয়েছে। অভিজিৎ খুন মামলায় মক্কেলের জামিন চাইতে গিয়ে আবেদন খারিজ হলে কল্যাণ (Kalyan Banerjee) বলেছিলেন “আমাদের বিচারপতিদের কৃপার দিকে তাকিয়ে থাকতে হয়। এটাই দুর্ভাগ্য।” এ কথা শুনে বিচারপতি শুভ্রা ঘোষ তীব্র বিরক্তি প্রকাশ করে বলেন “আপনার লেকচার আদালত শুনবে না। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।” এর পরেই তিনি মামলাটি নিজের বেঞ্চ থেকে সরিয়ে দেন।
একবার আদালতে নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন কল্যাণ (Kalyan Banerjee)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সে সময় বলেন, “আপনি এমনভাবে আদালতের সঙ্গে কথা বলেন, তাতে হাই কোর্ট নিজেকে অসম্মানিত মনে করছে। আদালতের ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা হয়েছে।”

আরও পড়ুনঃ SIR আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে প্রকাশ্যে এমন মন্তব্যে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে উত্তেজনা। বিচারব্যবস্থার ভাষা ও আচরণ নিয়ে সাংসদ কল্যাণের (Kalyan Banerjee) এই মন্তব্য আরও বিতর্ক ডেকে এনেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।












