বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসে সাম্প্রতিক দলীয় দ্বন্দ্ব ও সাংগঠনিক টানাপোড়েনের আবহে আলোচনার টেবিলে বসলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। লোকসভায় মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা, মহুয়া মৈত্রের সঙ্গে প্রকাশ্য বিরোধ, এই সব ঘিরে দলীয় অস্বস্তি যখন চরমে, সেই সময় দিল্লিতে এই আলোচনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা।
‘খুব ভাল আলোচনা হয়েছে’, বললেন কল্যান (Kalyan Banerjee)
গতকাল, বৃহস্পতিবার রাতে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত বৈঠকে বসেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে দু’জনের মধ্যে আলোচনা হয়। যদিও বৈঠকের বিষয়বস্তু নিয়ে কেউই স্পষ্টভাবে কিছু জানাননি। কল্যাণ (Kalyan Banerjee) শুধু বলেছেন, “খুব ভাল আলোচনা হয়েছে।”
সাম্প্রতিক সময়ে কল্যাণ ও মহুয়া মৈত্রর মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে, যার জেরে তৃণমূল নেতৃত্বও অস্বস্তিতে পড়ে। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দলের বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন এবং শৃঙ্খলার বার্তা দেন। তার ঠিক পরেই কল্যাণ (Kalyan Banerjee) মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফা দেন ও মহুয়ার বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানান।
তবে সেই সময় অভিষেক ফোন করে কল্যাণকে শান্ত রাখার চেষ্টা করেন এবং তিনদিন পদে থাকার পরামর্শ দেন। কল্যাণ তখন জানিয়েছিলেন, অভিষেক দিল্লিতে এসে তাঁর কথা শুনবেন। শেষমেশ সেই প্রতিশ্রুতি মতোই বৃহস্পতিবার তাঁদের মধ্যে এই বৈঠক হয়। তবে বৈঠকের আগেই কল্যাণের ইস্তফা দল গ্রহণ করে এবং কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার নতুন মুখ্য সচেতক করা হয়।
অভিষেক-কল্যাণ বৈঠক ঘিরে দলীয় অশান্তি কিছুটা প্রশমিত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও কল্যাণ (Kalyan Banerjee) এখনই কোনও মন্তব্য করতে নারাজ, তবে তাঁর মুখে “ভাল আলোচনা” শব্দটি শুনে ‘বরফ গলছে’ বলে মনে করছে রাজনৈতিক মহলে। তবে ভবিষ্যতে এই সমঝোতা কতটা দীর্ঘস্থায়ী হয় এখন সেটাই দেখার।