বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েন যেন আরও স্পষ্ট। এবার সরাসরি সাংসদ মহুয়া মৈত্রকে নিশানা করলেন দলেরই প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। এক্স (X)-এ বিস্ফোরক মন্তব্য করে কল্যাণ দাবি করলেন, মহুয়ার পাশে দাঁড়িয়ে তিনি ভুল করেছিলেন। এমনকি, ‘নারীবিদ্বেষী’ আখ্যা দিয়ে তাঁকে অপমান করার অভিযোগ তুললেন শ্রীরামপুরের সাংসদ।
“আমি পাশে দাঁড়িয়েছিলাম বিশ্বাস থেকে, বাধ্য হয়ে নয়”, বললেন কল্যাণ (Kalyan Banerjee)
প্রসঙ্গত, ২০২৩ সালে লোকসভায় বিতর্কের সময় মহুয়া মৈত্রর বিরুদ্ধে যখন বিস্তর সমালোচনা চলছিল, তখন প্রকাশ্যে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন কল্যাণ (Kalyan Banerjee)। এই প্রেক্ষিতে সম্প্রতি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “২০২৩ সালে বিধানসভায় মিস মৈত্র যখন সমালোচনার শিকার হয়েছিলেন তখন আমি তার পাশে দাঁড়িয়ে ছিলাম। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম বিশ্বাস থেকে, বাধ্য হয়ে নয়।”
তবে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) মনে করছেন, সেই সমর্থনের মূল্য তিনি পেলেন না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি বলেন, “আজ তিনি আমাকে একজন ‘নারী বিদ্বেষী’ বলে অপমান করে, আমার সমস্ত সমর্থনের এইভাবেই প্রতিদান দিলেন। যাঁর মধ্যে ন্যূনতম কৃতজ্ঞতাও নেই, তাঁকে এতদিন রক্ষা করার জন্য আমি আজ জাতির কাছে ক্ষমাপ্রার্থী।”
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বার্তার পরও থামছে না কল্যাণ-মহুয়া দ্বন্দ্ব। সম্প্রতি সাংসদদের বৈঠকে মমতা ইঙ্গিত দেন, দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব বা ব্যক্তিগত সংঘাত বরদাস্ত করা হবে না। তাঁর সেই কড়া বার্তার কিছুক্ষণ পরেই লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক (চিফ হুইপ) পদ থেকে ইস্তফা দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।