উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য দায়ী মোদী- শাহ, অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi) ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (amit shah) দায়ি করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (kalyan bannerjee)। কড়া ভাষায় অভিযোগের তীর ছুঁড়ে দিলেন বিজেপি সরকারের দিকে।

রবিবার বঙ্গসফরে হলদিয়ায় এসেছিলেন প্রধানমন্ত্রী মোদী। একগুচ্ছ প্রকলের শুভ সূচনা করতে তিনি এসে একহাত নিয়েছিলেন তৃণমূল সরকারকে। তৃণমূলকে আক্রমণ করে মোদী জি বলেছিলেন, ‘বাংলার মানুষ সবই দেখছে। তৃণমূল সরকার দুর্নীতিতে যুক্ত, বাংলার মানুষের উপর অত্যাচার, মানুষের টাকা তছরূপ সবকিছুতেই যুক্ত। ফাউল হয়ে গিয়েছে তৃণমূলের। এবার বাংলা রামকার্ড দেখাবে তৃণমূলকে। এবার বাংলা থেকে উৎখাত হবেন পিসি ভাইপো’।

jvbdbk

প্রধানমন্ত্রীর সেই কথার রেশ ধরে বিজেপি সরকার এবং প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ৮ বছরের আগের কেদারনাথের স্মৃতি উসকে আবারও প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে উত্তরাখণ্ড। মেঘ ভাঙা বৃষ্টিতে হিমবাহ ভেঙে তুষার ধসে ব্যাপক জলোচ্ছ্বাস হতে দেখা যায় অলকানন্দা ও ধৌলিগঙ্গায়।

পাশাপাশি চামোলি জেলায় হিমবাহ ভেঙে বিস্তীর্ণ এলাকায় তুষারধস হয়েছে। ভেঙ্গে গিয়েছে এনটিপিসি’র পাওয়ার প্লান্ট। পাঁচটি সেতু সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে জলের তোড়ে। সম্পূর্ণভাবে ভাসে গিয়েছে উত্তরাখণ্ডের তপোবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্লান্ট। ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এখনও অবধি মৃতের সংখ্যা ১৪ জঙ এবং নিখোঁজ প্রায় ১৭০ জন।

116863877 mediaitem116863873

দেবভূমিতে প্রকৃতির এই রোষের জন্য প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাঠগড়ায় দাঁড় করালেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, ‘বিজেপি সরকার শুধু তোলা তুলছে, সব মাল খেয়ে নিয়েছে। সেই জন্যই বাঁধ ভেঙে পড়েছে উত্তরাখণ্ডে’।


Smita Hari

সম্পর্কিত খবর