একটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যানীতে

নিজস্ব সংবাদদাতা, নদিয়াঃ সাত সকালে একটি খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নদিয়ার কল্যানীতে।স্থানীয় সুত্রের খবর বুধবার সকালে ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যানী থানার রথতলা এস এল এফ ফার্মের জোড়া তেতুলতলার কাছে।মৃতের নাম সুরেন্দ্র পর্বত (বাজা) বয়স ২৬ বছর।আজ সকালে স্থানীয় বাসিন্দারা প্রাত ভ্রমনে বেড়িয়ে দেখেন এক যুবক রক্তাত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে আছে।খবর দেওয়া হয় কল্যানী থানার পুলিশকে।ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।

 

স্থানীয় ও পুলিশ জানায় খুন যুবকের দেহ থেকে কিছুটা দূরে তার মোটরবাইক এবং জামাকাপড় উদ্ধার করে পুলিশ।

IMG 20190828 131811

তবে খুনের নেপথ্যে কে বা কারা তা তদন্ত করে দেখছে পুলিশ।পুলিশ সুত্রে জানাগেছে মৃত ওই যুবককে ভারী কোন বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বলে অনুমান।

সম্পর্কিত খবর