সফল চন্দ্রযান ৩! ভারতের প্রশংসায় পঞ্চমুখ কমলা হ্যারিস থেকে NASA! তাঁদের মন্তব্যে গর্বিত হবেন

বাংলা হান্ট ডেস্ক : চাঁদে চন্দ্রযান-৩ (Chandrayaan 3)- র সফল অবতরণের পর, ভারতের (INDIA) প্রশংসা করছে সারা বিশ্ব। বাদ নেই আমেরিকাও (America)। তবে ভারতই প্রথম তা কিন্তু নয়। ভারতের আগেই তিনটি দেশ আমেরিকা, রাশিয়া (Russia) এবং চিন (China) এর আগেই চাঁদে পা রেখেছে। তবে ভারতই প্রথম দেশ যারা দক্ষিণ মেরুতে পৌঁছেছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation) এখনও বিশ্বাস করে যে সঠিক গবেষণা করলে চাঁদেও জলের চিহ্ন পাওয়া যেতে পারে।

প্রশংসা কমলা হ্যারিসের : বুধবার মার্কিন রাজনীতিবিদ থেকে শুরু করে একাধিক সংবাদপত্র এবং মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানগুলি চাঁদে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের পর ভারতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক অবতরণের জন্য ভারতকে অভিনন্দন জানিয়েছেন।

chandrayaan 3 (3)

হ্যারিস ভারতীয় বংশোদ্ভূত : প্রসঙ্গত, হ্যারিসের মা ছিলেন ভারতীয়। সেই হিসাবে হ্যারিসকে ভারতীয় বংশোদ্ভূত বলা যায়। ভাইস প্রেসিডেন্ট বলেন এই মিশনে অংশ নেওয়া সমস্ত বিজ্ঞানী এবং প্রকৌশলীদের জন্য এটি একটি অবিশ্বাস্য সাফল্য। তিনি বলেন, ‘এই মিশনে এবং মহাকাশ অনুসন্ধানে আরও বিস্তৃতভাবে আপনাদের অংশীদার হতে পেরে আমরা গর্বিত।’

আমেরিকায় মোদি : মাত্র কয়েক মাস আগে আমেরিকায় রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকাশ গবেষণায় সহযোগিতা তখন দুই দেশের মধ্যেই আলোচিত একটি প্রধান বিষয় ছিল। এই সময়ে, ভারত আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করে। পাশাপাশি দুটি দেশ একটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে একসাথে কাজ করারও সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : ‘চন্দ্রযানের এই সাফল্য ভারতের নয়…!’, একি বললেন মোদি? অবাক গোটা বিশ্ব

অভিনন্দন জানাল NASAও : একই সঙ্গে ভারতকে অভিনন্দন জানিয়েছেন নাসার বিল নেলসন। তিনি বলেন, চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর সফল অবতরণের জন্য ইসরো-কে অভিনন্দন। এছাড়াও, চতুর্থ দেশ হিসাবে চাঁদে একটি মহাকাশযানকে সফলভাবে সফট-ল্যান্ড করানোর জন্য ভারতকে অভিনন্দন। এই মিশনের অংশীদার হতে পেরে আমরা খুশি।


Sudipto

সম্পর্কিত খবর