“গভীর অন্ধকার গ্রাস করবে…”, ট্রাম্পের কাছে পরাজিত হয়েও কড়া বার্তা হ্যারিসের, স্পষ্ট জানালেন….

বাংলা হান্ট ডেস্ক: হেরো থেকে আজ হিরো হয়ে উঠেছেন ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যৎবাণীও গেলো উল্টে। ফের একবার সাদাবাড়ি দখল করলেন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে (Kamala Harris) বুড়ো আঙুল দেখিয়ে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় এলেন ট্রাম্প। মার্কিন আইনসভা থেকে শুরু করে, দেশের প্রতিটি অলিগলিতে ট্রাম্পের জয় জয়কার! ট্রাম্পের ধারে কাছেও নেই কমলা হ্যারিস (Kamala Harris)। তবে হেরে গিয়েও লড়াইয়ের ময়দান ছাড়তে নারাজ তিনি। একদম স্পষ্ট বার্তা ভারতীয় বংশোদ্ভূত নেত্রীর।

কি জানালেন কমলা হ্যারিস (Kamala Harris):

ইতিমধ্যেই আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঠিক কি হয়েছে। কমলা হ্যারিসকে (Kamala Harris) পেছনে ফেলে বাজিমাত করেছেন ট্রাম্প। একদিক থেকে যখন রিপাবলিকান প্রার্থী মুখে হাসি নিয়ে বিশ্ব সম্মেলন মঞ্চ থেকে বক্তৃতা দিচ্ছেন, উল্টোদিক থেকে হেরে লড়াইয়ে ময়দান আঁকড়ে ধরে রাখার বার্তা দিচ্ছেন কমলা হ্যারিস (Kamala Harris)। সম্প্রতি তিনি পরাজয় স্বীকার করে ওয়াশিংটনের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ে সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন।

Kamala Harris gave messages to her supporter.

নেত্রী বলেন, “আমি নির্বাচনে পরাজয় স্বীকার করছি। ভোটের ফলাফল মেনে নিচ্ছি। কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়ব না। সাধারণ মানুষের স্বাধীনতার জন্য, সুযোগের জন্য, মর্যাদার জন্য এই লড়াই জারি থাকবে। এই নির্বাচনে আমরা খুব ভালো লড়াই করেছি। জানি অনেকেই ভাবছেন যে আমরা অন্ধকারে ডুবে গিয়েছি। কিন্তু না। আমি এই বলেই শেষ করব, গভীর অন্ধকারের তারা জ্বলজ্বল করে।” অর্থাৎ তিনি এই বার্তার মধ্যে দিয়ে জানিয়ে দিয়েছেন লড়াই যতই কঠিন হোক না কেন, সমর্থকদের পাশে তার দেশের পাশে সর্বদা তিনি থাকছেন। হতে পারে তিনি প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ের পিছিয়ে পড়েছেন। কিন্তু তাই বলে মানুষকে সুরক্ষা দেওয়া থেকে পিছিয়ে যাবেন না।

আরও পড়ুন: ইস্টবেঙ্গল তাঁবুতে আচমকাই ব্যারেটো! মোহনবাগানের প্রাক্তনী নিলেন লাল-হলুদ জার্সি, কেসটা কি?

এছাড়াও এদিন তিনি, এই বক্তৃতার পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানাতেও ভোলেন নি। তিনি বলেন, “নির্বাচনে জয়লাভ করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি, ক্ষমতার হস্তান্তর যেন সুষ্ঠুভাবে হয়। আগামী দিনে মানুষের স্বার্থে কাজ করতে ও সরকার চালাতে আমরা তাঁকে সব রকমভাবে সাহায্য করব। সব কিছু যেন শান্তিপূর্ণভাবে হয়।” তিনি তার প্রতিটি মন্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন জনতার রায় যাই হোক না কেন তিনি ময়দান ছেড়ে পিছু হাঁটছেন না।

আরও পড়ুন: ট্রাম্প প্রেসিডেন্ট হতেই ঘুরে যাবে কোহলির ভাগ্য? হবে “বিরাট” কামব্যাক! বেজায় খুশি ক্রিকেট অনুরাগীরা

উল্লেখ্য, নির্বাচন শুরু হওয়ার আগে থেকে শুরু করে নির্বাচনে গণনার আগে পর্যন্ত যে সমস্ত সমীক্ষা দেখা গিয়েছিল তাতে করে কমলা হ্যারিস (Kamala Harris) ট্রাম্পের তুলনায় অনেকটাই এগিয়েছিলেন। ফলে স্বাভাবিকভাবে সকলেই ভেবে নেন এবারের নির্বাচনে ব্যাক ফুটে যাবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বুধবার নির্বাচনের ফলাফল বেরোতেই ঘুরে গেল পাশা। ম্যাজিক ফিগার পার করে ট্রাম্পের পকেটে ২৯৫ টি আসন। উল্টোদিকে ডেমোক্র্যাট প্রার্থী ঝুলিতে ২২৬ টি আসন। যদিও কয়েকটি আসনে এখনও গণনা বাকি রয়েছে। তবে তাতে যে খুব একটা কমলা হ্যারিসে (Kamala Harris) লাভ হবে তা নয়। অর্থাৎ একথা স্পষ্ট যে, মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ হাসি হাসলেন ডোনাল্ড ট্রাম্প।

ad

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর