বাংলাহান্ট ডেস্ক : গত রবিবার রাসবিহারী মোড় থেকে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় সহ বামফ্রন্টের একাধিক নেতাকর্মীদের গ্রেফতারীর ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। গ্রেপ্তারির প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন একাধিক সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ। সৃজিত মুখার্জি থেকে কৌশিক গাঙ্গুলী, টলিউডের নামকরা পরিচালক ও অভিনেতারা কমলেশ্বর মুখোপাধ্যায়ের পাশে এসে দাঁড়ান। নিশানা করেন রাজ্য প্রশাসনকে। বাম সমর্থকদের সেই দিনই ছেড়ে দেওয়া হলেও কমলেশ্বর মুখোপাধ্যায় তার গ্রেফতারি নিয়ে বিশেষ কিছু বলেননি। এবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি তার গ্রেফতারের প্রেক্ষিতে কিছু কথা সবার সামনে তুলে ধরলেন।
ফেসবুক পোস্ট এর শুরুতেই পরিচালক লেখেন,”প্রথমেই জানাই আমি ভালো আছি। তার চেয়েও বড় কথা শক্ত আছি।এবং বহাল তবিয়তে লড়াইতে আছি।” এরপর তার বক্তব্য, ছবি পরিচালক হিসেবে তার সামাজিক সম্মান থাকায় অনেকে এই ব্যাপারটি গুরুত্ব সহকারে দেখেছেন। এরই সাথে তার মন্তব্য, সেদিন রাসবিহারী মোড় থেকে বিনা দোষে আরও সাতজনকে গ্রেফতার করা হয়। সেদিনের ঘটনা স্মরণ করার সাথে সাথে কমলেশ্বর মুখোপাধ্যায়ের বক্তব্য, গত ১১ বছর ধরে সারা রাজ্যে ৩৪১ জন বিরোধী দলের কর্মী খুন হয়েছেন।এছাড়াও, রাজ্য সরকারের চক্রান্তে ২০০০০ মানুষ মিথ্যা মামলায় ফেঁসে আছেন। ঘরছাড়া প্রায় ১৮০০০ মানুষ। পরিচালকের বক্তব্য, এইসব ব্যক্তিরা তার থেকেও বেশি আক্রান্ত।
পরিচালকের আরও বক্তব্য,”আমাদের পাশে অনেক প্রথিতযশা গুণীজন দাঁড়িয়েছেন এবং এই গ্রেপ্তারের বিরোধিতা করেছেন। আবির, অনীকদা, টোনিদা (অনিরুদ্ধ), সৃজিত, রীনাদি (অপর্ণা সেন), জয়জিৎ, সুদীপ্তা, শ্রীলেখা, চূর্ণী, কৌশিকদা (গাঙ্গুলী), বাদশা, ঋত্বিক, অনিন্দ্য, জয়রাজ, মন্দাক্রান্তা, পদ্মনাভ, কৌশিক (সেন), ঋদ্ধি, দেবুদা (দেবজ্যোতি মিশ্র), রাজর্ষি, বিভাষবাবু, দেবেশ, রোজা, মনীষা, অনন্যা (সেনগুপ্ত), মৌমিতা, মৌসুমী, ফুয়াদ হালিম, সৌমিক, ইন্দ্ৰজিৎ, নৌশাদ সিদ্দিকী এবং আরো অনেকে সোচ্চার হয়েছেন। অনেকে হয়তো প্রকাশ্যে কিছু বলেন নি- কিন্তু তাঁরা ফোন করে বা হোয়াটস আপ করে খোঁজ খবর নিয়েছেন এবং আমাদের লড়াইকে সমর্থন করেছেন। অরুণাচল দত্ত চৌধুরী একটা চমৎকার কবিতাও লিখেছেন। মূলধারার ও সামাজিক জনমাধ্যম যেভাবে এগিয়ে এসে সহযোগিতা করলেন তাও অভূতপূর্ব। এঁদের কাছে আমি ও আমরা একান্তই কৃতজ্ঞ।”
কমলেশ্বর মুখোপাধ্যায় তার এই ফেসবুক পোস্টে দেবকে নিয়ে একটি কথাও বলেন। তিনি জানিয়েছেন অনেকে তার কাছে প্রশ্ন করেছেন, দেব তার একজন কাছের বন্ধু হওয়া সত্ত্বেও কেন খোঁজ নেননি? এই বিষয়টি পরিষ্কার করে দিয়ে কমলেশ্বর মুখোপাধ্যায় বলেছেন, দেব ও রুক্মিণী তাকে একাধিকবার ফোন করে খোঁজখবর নিয়েছেন।
ফেসবুক পোস্ট এর সবশেষে কমলেশ্বর বাবু জানান, এমন অনেক মানুষ আছেন যারা অন্যান্য সময় তার কুশল সংবাদ জানতে চাইলেও, তার গ্রেফতারির পর কোনরকম খোঁজ নেননি। তিনি জানান তাদের উপর কোন ক্ষোভ নেই তার। তার আশা আগামী দিনেও হয়তো এনারা এই লড়াইয়ে সামিল হবেন ।