বাংলা হান্ট ডেস্কঃ চর্চায় এখন কৌস্তভ (Koustav Bagchi) ইস্যু। গ্রেফতার হওয়া থেকে মাথা মোড়ানো সবই এখন চর্চার কেন্দ্রবিন্দু। এবার এবার কংগ্রেস নেতার ন্যাড়া হওয়া নিয়েও সমালোচনায় সরব তৃণমূল (Trinamool Congress) । তরুণ কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীকে কটাক্ষ করলেন কামারহাটি পুরসভার পৌরমাতা (TMC Councillor) নির্মলা রাই।
জানা গিয়েছে, এলাকায় বসন্তোৎসব পালনের সাথে সাথে ঘোল তৈরি করেছিলেন ওই কাউন্সিলর। সেখানেই এক যুবকের ন্যাড়া মাথায় সেই ঘোল ঢেলে কৌস্তবের ন্যাড়া মাথায় ঘোল ঢালার প্রতীকী প্রতিবাদ করেন কাউন্সিলর ও তার সঙ্গীরা। পাশাপাশি কৌস্তভের ন্যাড়া হওয়া নিয়ে ওই তীব্র কটাক্ষ করে কাউন্সিলরের বলেন, “মাথায় উকুন হয়েছিল। সেই উকুন সারাতে মাথা ন্যাড়া করেছেন কৌস্তভ বাগচী।”
প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনের জয়লাভের পরই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। এরই প্রতিবাদ করেছিলেন কৌস্তভ। এর জন্যই গ্রেফতার করা হয়। তবে সেইদিনই ব্যক্তিগত বন্ডে জামিন পান আইনজীবী। জামিন মেলার পরই পূর্ব প্রতিশ্রুতি মতো মাথার সমস্ত চুল কামিয়ে ফেলেন নেতা। মাথার চুল উড়িয়ে হুঙ্কার করে বলেন, যতদিন না বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে পারছেন ততদিন মাথায় চুল গজাতে দেবেন না তিনি।
এই ঘটনা তুলেই কৌস্তভের বিরুদ্ধে সরব হয় কাউন্সিলর নির্মলা রাই। তার কথায়, “ ওনার মাথায় উকুন ছিল তাই উকুন সরাতে ন্যাড়া হয়েছেন কৌস্তভ বাগচী। নিজের প্রচার করতে দিদিকে নিয়ে অপপ্রচার করছেন তিনি।” এর পরই কৌস্তভকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় ৩২টি সেলাই আছে। তুমি তোমার মাথায় ৪০টি সেলাই ফেলে আসো। তার পর বুঝবো তুমি একজন ব্যক্তি।”
এখানেই থেমে থাকেননি ওই কাউন্সিলর। এর পর ন্যাড়া মাথা এক যুবকের মাথায় ঘোল ঢেলে ও সঙ্গে স্লোগান দিয়ে কটাক্ষ করে বলেন, “দিদির জন্য খেলো দোল, ন্যাড়া মাথায় ঢালো ঘোল।” মহিলার কথায়, “ন্যাড়া মাথা ন্যাড়াই রয়ে যাবে। টাকে কোনদিন চুল গজাবে না।
অন্যদিকে, শাসকদলের কটাক্ষের পালটা জবাব দিয়ে কৌস্তভ বলেন, “তৃণমুল কংগ্রেসের মাথা খারাপ হয়ে গিয়েছে। কাল থেকে আমার বিপুল জন সমর্থন দেখে মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই মানুষকে ভুল বোঝানোর জন্য যা খুশি করছে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে ঘোলটা যুবরাজের মাথায় গিয়ে ঢাললে ভালো হত।”