উৎসব চলবে, রাত ১২টার আগে বিরোধীরা…! রেজাল্টের আগে যজ্ঞ সেরে চরম হুঁশিয়ারি মদন মিত্রর

বাংলা হান্ট ডেস্ক: রাত পোহালেই ২০২৪ লোকসভা নির্বাচনের ফলঘোষণা। অন্তিম দফার ভোটের পর প্রকাশ্যে আসা প্রায় সকল বুথ ফেরত সমীক্ষায় দাবি করা হয়েছে, ফের একবার দিল্লির মসনদ দখল করতে চলেছে BJP। এমনকি বাংলাতেও এবার উনিশের চেয়ে গেরুয়া শিবিরের ফলাফল ভালো হতে চলেছে বলে দাবি করা হয়েছে। এবার এই আবহে সোমবার ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকায় যজ্ঞে বসলেন কামারহাটির TMC বিধায়ক মদন মিত্র।

এদিন যজ্ঞ শুরুর আগে মাইক হাতে কিছুক্ষণ কথা বলেন মদন। সেখানে তিনি দাবি করেন, TMC শিবির তো বটেই, তিনি নিজেও মনে করছেন, এবার রাজ্যে প্রায় ৩০টি আসনে জয়ী হতে চলেছে জোড়াফুল শিবির (Trinamool Congress)। বুথ ফেরত সমীক্ষায় যা দেখানো হচ্ছে, তাতে বিশেষ আস্থা রাখতে চাইছে না রাজ্যের শাসক দল।

   

সেই সঙ্গেই জানা যাচ্ছে, আগামীকাল ভবানীপুরের ৪২ জন TMC কর্মী দলের মঙ্গল কামনায় উপোষ করবেন। দল যাতে ভালো ফল করে সেই কারণেই এমনটা করবেন জোড়াফুল শিবিরের ওই কর্মীরা। ভোটের রেজাল্টের (Lok Sabha Election 2024 Results) আগের দিন মূলত দু’টি কারণে এই যজ্ঞে বসেন মদন। তাঁর দাবি, রাজ্য জুড়ে বিরোধী দল যেভাবে TMC-র ওপর অত্যাচার করছে, তার বিরুদ্ধে শান্তির ডাক দিয়ে এই শান্তি যজ্ঞ করা হচ্ছে। সেই সঙ্গেই ভোটে যাতে দল ভালো ফলাফল করে, সেই আবেগ থেকেও এই যজ্ঞ করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুনঃ বিধায়ক হতে জগন্নাথই ভরসা! রেজাল্টের ২৪ ঘণ্টা আগে সায়ন্তিকা বললেন, ফলঘোষণার পর…

এদিন সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কামারহাটির বিধায়ক বলেন, ভোটের ফলঘোষণার আগেই যা পূর্বাভাস দেওয়া হচ্ছে তা দেখে বিভ্রান্ত কিংবা বিচলিত হবেন না। ‘ওগুলো সব পেইড নিউজ, ওগুলোর কোনও মূল্য নেই, ওগুলোর সঙ্গে জনগণের কোনও যোগাযোগ নেই’ বলে মন্তব্য করেন তিনি।

Madan Mitra Puja

আজ যজ্ঞ শুরুর আগে প্রধানমন্ত্রীর নাম না নিয়েই তাঁকে ‘ভণ্ড সন্ন্যাসী’ বলে আক্রমণ করেন মদন। পাশাপাশি বুথ ফেরত সমীক্ষার হিসেবকে খোঁচা দিয়ে কামারহাটির TMC বিধায়ক বলেন, বাইরে উৎসব চলবে। রাত ১২টার আগে বিরোধীরা বেরোবে না’। মদনের হুঁশিয়ারি, ‘আমরা শুধুমাত্র কালকের দিনটার জন্য অপেক্ষা করছি’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর