বাংলা হান্ট ডেস্কঃ সরকারি হাসপাতাল ঘিরে ফের চাঞ্চল্য। কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)-এর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি চিকিৎসককে হুমকি দিয়েছেন। স্কুল অফ ট্রপিকাল মেডিসিনের বিভাগীয় প্রধানকে বদলির ভয় দেখানোর অভিযোগ ঘিরে তোলপাড় চিকিৎসামহল। তবে এবারে মুখ খুললেন কাঞ্চনের স্ত্রী শ্রীময়ী নিজেই। জানালেন, তাঁরা কোনও দাদাগিরি করেননি, বরং দুর্ব্যবহারের শিকার হয়েছেন তাঁরাই।
শ্রীময়ীর দাবি, “আমার দিদা ভর্তি ছিলেন মেডিক্যাল কলেজে। ওঁদেরই চিকিৎসায় সুস্থ হয়েছেন। বুধবার ছিল চেকআপের দিন। আমরা ট্রপিকাল বিভাগে গিয়ে দেখাই। সেখান থেকে মেডিসিন বিভাগে পাঠানো হয়। কিন্তু সেখানকার চিকিৎসক প্রথমে দিদাকে দেখতেই চাননি।” তিনি আরও বলেন, “শেষমেশ বিরক্ত হয়ে দেখেন, কিন্তু কোনও প্রশ্ন করতেই টেবিল চাপড়ে রেগে যান। আমি কার্যত গায়ের ওপর উঠে এসে কথা বলতে দেখেছি।”
‘সিসিটিভি ফুটেজ দেখান’, পাল্টা সুর কাঞ্চনের (Kanchan Mallick) স্ত্রীর (Sreemoyee Chottoraj)
এই প্রসঙ্গে কাঞ্চন মল্লিকের (Kanchan Mallick) স্ত্রী শ্রীময়ী (Sreemoyee Chottoraj) সিসিটিভি ফুটেজ সামনে আনার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, “যে চিকিৎসক আমাদের অভদ্র বলছেন, তাঁকে বলুন সিসিটিভি ফুটেজ দেখাতে। দেখান, আমরা কোথায় গলা চড়িয়েছি, কোথায় হুমকি দিয়েছি।” তিনি বলেন, “বিশেষ কোনও সুবিধা চাইলে আমরা লাইনে দাঁড়াতাম না। আমরা রাজনীতি খাটাইনি। আমরা সাধারণ রোগীর মতোই চিকিৎসার জন্য এসেছিলাম।”
শ্রীময়ী আরও জানান, তাঁদের কোনও ‘বিশেষ প্রভাব’ খাটানোর চিন্তাধারা ছিল না। বরং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। তাঁর কথায়, “সব জায়গায় রাজনীতি চলে না। আর যেখানে চালাইনি, সেখানেই এই দুর্ব্যবহার কেন?’
কাঞ্চন (Kanchan Mallick) শিবিরের অভিযোগ, ‘আমরা নই, উনারাই রেগে গিয়েছেন’
কাঞ্চনের (Kanchan Mallick) স্ত্রীর সাফ দাবি, “আমরা কোনও দোষ করিনি। চিকিৎসকেরই মন খারাপ ছিল। তাই উনি রেগে গিয়েছেন। কেউ যদি রোগীর প্রশ্নে এমন প্রতিক্রিয়া দেন, সেটা দুর্ভাগ্যজনক।” এমনকি, তিনি জানান, কাঞ্চনও চুপচাপ ছিলেন। বরং চিকিৎসকের ব্যবহারই তাঁদের অপ্রস্তুত করে দেয়।
সাম্প্রতিক বছরগুলিতে সরকারি হাসপাতাল ঘিরে বিতর্ক নতুন কিছু নয়। তবে একজন জনপ্রিয় অভিনেতা ও বিধায়কের সঙ্গে এমন সংঘাত এবার নতুন বিতর্কের জন্ম দিল।
আরও পড়ুনঃ ধর্মঘটের দিন কর্তব্যরত পুলিশকে চড়! কে এই বর্ণনা? তলব কলকাতা পুলিশের
এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় রাজনৈতিক চর্চা। কাঞ্চন (Kanchan Mallick) যেহেতু একজন তৃণমূল (Trinamool Congress) বিধায়কও, তাই ‘রাজনৈতিক প্রভাব খাটানো’-র অভিযোগ ঘিরে রাজনৈতিক দলগুলির কটাক্ষও শুরু হয়েছে। তবে কাঞ্চনের পক্ষের সাফাই, “যেখানে আমরা বিন্দুমাত্র সুবিধা নিইনি, সেখানে হঠাৎ এই অভিযোগ কেন?”
এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে দেবে হাসপাতালের সিসিটিভি ফুটেজ (CCTV footage)। তবে আপাতত চিকিৎসার বাইরেই ভাইরাল বিতর্কে কাঞ্চন-শ্রীময়ী দম্পতি।