বিধায়ক ‘ডুমুরের ফুল’? দেখাই মেলে না এলাকায়, উত্তরপাড়ায় ফের বিক্ষোভের মুখে কাঞ্চন

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। কিন্তু তারপর থেকে নাকি তাঁকে নিজের এলাকায় দেখাই যায় না। আগেও এমন অভিযোগ উঠেছে অভিনেতা বিধায়ক কাঞ্চনের বিরুদ্ধে। এবার শনিবার উত্তরপাড়ায় সরকারি পরিষেবামূলক প্রকল্পের কাজ দেখতে গিয়েই ফের জনরোষের মুখে পড়লেন তিনি। পালটা জবাব দিলেন কাঞ্চনও (Kanchan Mallick)।

উত্তরপাড়ায় গিয়ে বিক্ষোভের মুখে কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্প। তিনটি করে বুথ নিয়ে এই প্রকল্প চলছে। জানা গিয়েছে, শনিবার উত্তরপাড়া পুর এলাকার ২০ নম্বর ওয়ার্ডে প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়েছিলেন কাঞ্চন (Kanchan Mallick)। সেখানে গিয়েই স্থানীয়দের ক্ষোভের সম্মুখীন হতে হয় তাঁকে। নানান স্লোগানও উড়ে আসে তাঁকে লক্ষ্য করে।

Kanchan mallick faced protest in uttarpara

কাঞ্চনকে ঘিরে স্লোগান: ‘আমাদের পাড়া, তৃণমূল তাড়া’, ‘আমাদের পাড়া, আগে আমাদের রাস্তা সারা’, এসব স্লোগান তাঁকে শুনতে হয় বলে জানা যাচ্ছে। এলাকাবাসীদের অভিযোগ, বিধায়ক হলেও এলাকায় দেখা মেলে না কাঞ্চনের (Kanchan Mallick)। তাঁরা অভিযোগ করেছেন, দলীয় কর্মসূচিতে দেখা যায় না তাঁকে। শুটিং নিয়ে ব্যস্ত থাকেন তিনি। শুধু স্থানীয়রাই নয়, জেলায় দলীয় নেতৃত্বরাও অভিযোগ করেন এ বিষয়ে। পালটা উত্তরও অবশ্য দিয়েছেন কাঞ্চন (Kanchan Mallick)।

আরও পড়ুন : উইকেন্ডে পুজোর বাজার মাটি করবে বৃষ্টি! আপনার শহরে আগামীকাল কেমন থাকবে আবহাওয়া?

কী জবাব বিধায়কের: কাঞ্চন (Kanchan Mallick) বলেন, হাতের পাঁচটা আঙুল যেমন সমান নয়, সব নেতাকর্মীরাও তেমন সমান নয়। উত্তরপাড়া থেকে যেদিন তিনি বিদায় নেবেন সেদিন বিদায় সম্ভাষণে এলাকার মানুষের সম্পর্কে নিজের অভিজ্ঞতা বলে যাবেন। আগামী বছরই ফের বিধানসভা নির্বাচন। আবার কি উত্তরপাড়ায় ভোটে দাঁড়াবেন কাঞ্চন (Kanchan Mallick)?

আরও পড়ুন : টাকা ফেরত দেওয়ার তথ্যে বড়সড় গরমিল, ইডিকে বিভ্রান্ত করছেন জীবনকৃষ্ণ সাহা?

জবাবে বিধায়ক কাঞ্চন বলেন, এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তিনি এসেছিলেন। তাঁর আহ্বান এলেই তিনি চলে যাবেন। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ নিয়ে কাঞ্চন বলেন, পাড়ায় সমাধানে মানুষ তাঁদের সমস্যা নিয়ে আসছেন। কোন কাজটা আগে করতে হবে সেটা তাঁরাই ঠিক করছেন। অগ্রাধিকারের ভিত্তিতে সেই কাজ আগে হবে বলে জানিয়েছেন কাঞ্চন।