২ মে’র পর দলছুটরা কান ধরে দলে ফেরত আসবে! বললেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক

বাংলা হান্ট ডেস্কঃ যারা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা কান ধরে ২ মে’র পর দলে ফিরবেন। প্রচারে গিয়ে বললেন তৃণমূলের তারকা প্রার্থী কাঞ্চন মল্লিক। ওনার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওনাকে সাক্ষী রেখে এই মন্তব্য করলেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী তথা অভিনেতা কাঞ্চন মল্লিক। তিনি নিজের ওই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।

তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক বলেন, আমি বাইরে রোগা কিন্তু ভিতরে দারোগা। আমি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরপাড়া থেকে লড়তে এসেছি। কাঞ্চনবাবু বলেন, আমি একবারই মরব। কেউ যদি মারে এখানে মেরে দেখাক। তিনি বলেন, আমি কোনও নেতা নই, আমি একজন সাধারণ কর্মী মাত্র।

কাঞ্চন মল্লিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন মাথা উঁচু করে বাঁচতে পারেন, তেমনই মাথা নিচু করে শিখতেও পারেন। আর যারা মাথা নিচু করে শিখতে পারেনা, তাঁরাই দল ছেড়ে চলে দ্দিয়েছে। কাঞ্চনবাবু বলেন, যারা দল ছেড়ে চলে গিয়েছে, তাঁরা কান ধরে আবারও দলে ফিরে আসতে চাইবেন। ২ তারিখের পর সব মিলিয়ে নেবেন। তিনি বলেন, আমি সময় তাঁদের যাতে না ফেরানো হয়, সেটার আবেদন করব।


Koushik Dutta

সম্পর্কিত খবর