‘৩০ বার ফুলশয্যা, ৪০ বার হানিমুন…’, হঠাৎ এ কী বলে বসলেন কাঞ্চন!

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পঞ্চাশের কোঠায় পৌঁছে তৃতীয় বার বিয়ে করে সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। নিজের থেকে ঢের ছোট বয়সী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করার পর থেকেই লাগাতার ট্রোলড হয়েই চলেছেন তিনি। পঞ্চাশে পা দিয়ে তৃতীয় বার বিয়ে, সন্তান, এই বিষয়গুলিই যেন মুখ্য হয়ে উঠেছে। সাধারণত ট্রোল, কটাক্ষ এড়িয়ে যেতেই দেখা যায় কাঞ্চনকে। তবে সম্প্রতি এক পডকাস্টে সমস্ত প্রশ্নের জবাব দিতে দেখা গেল তাঁকে।

তিনবার বিয়ের ট্রোল নিয়ে মুখ খুললেন কাঞ্চন (Kanchan Mallick)

কাঞ্চনকে বলতে শোনা যায়, মানুষ শুধু উপরটুকু দেখেই বিচার করে। কিন্তু নৌকার আসল অবস্থা সেই মাঝিই বোঝে যে প্রতিদিন তাকে চালায়। বাইরের মানুষজন বলতেই পারে, মাঝির অদক্ষতায় নৌকা ডুবে যাচ্ছে। কিন্তু নৌকার কোথায় কতটা ফাটল, গভীরতা বিস্তার শুধুমাত্র একজন মাঝিরই জানা থাকে। সম্পর্কও একই রকম। বাইরের চিত্র আর ভেতরের বাস্তবতা এক হয় না।

Kanchan mallick opened up about trolling

কী বললেন অভিনেতা: কাঞ্চন বলেন, সমাজে এমন বহু মানুষ আছে যারা ৩০ বার ফুলশয্যা, ৪০ বার হানিমুন করেছে। কিন্তু তিনি যেহেতু অফিশিয়ালি তিনবার বিয়ে করেছেন, তাই সবসময় তাঁকেই কথা শুনতে হয়। তবে অভিনেতার কথায়, একটা সম্পর্কে আর কিছু অবশিষ্ট না থাকলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসাই উচিত।

আরও পড়ুন : এক কলেই হবে মুশকিল আসান, যাত্রীদের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রেল

পুরনো সম্পর্ক নিয়ে অকপট কাঞ্চন: যদিও কাঞ্চনের (Kanchan Mallick) মতে, কোনও সম্পর্কই একতরফাভাবে ভাঙে না। দায় দু তরফেরই থাকে। তবে এখন আর অতীতের প্রত্যেকটা ক্ষত, সিদ্ধান্ত ব্যাখ্যা করতে চান না তিনি। কারণ তাতে সম্পর্কগুলিকে আরও কাটাছেঁড়া করা হবে। তাই আত্মসম্মানটাই বেছে নিয়েছেন তিনি।

আরও পড়ুন : ৭৮ টি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা দেবলীনার! উৎস কী এত ওষুধের? তলে তলে চলছে কালোবাজারি?

স্ত্রী শ্রীময়ীর বিষয়ে কাঞ্চন বলেন, একসময় নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি। শ্রীময়ী ভালোবেসে সেই ভাঙা সত্ত্বাটাকে আবার জোড়া লাগিয়েছেন। মজা করে কাঞ্চন বলেন, শ্রীময়ীকে তিনি ভয়ই পান। কিন্তু তার মধ্যেও আস্থা লুকিয়ে রয়েছে, কারণ তিনি জানেন যে একমাত্র শ্রীময়ীই তাঁকে সামলাতে পারবেন।