শ্রীময়ী অতীত! ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন, দেখুন এবারের পাত্রীটি কে

বাংলাহান্ট ডেস্ক : দর্শকদের বড় চমক দিতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪। প্রতিবছর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান লক্ষ লক্ষ দর্শকের মন জয় করে নেয়। নক্ষত্রখচিত এই অনুষ্ঠান বছরের পর বছর ধরে বাংলার দর্শকদের কাছে খুবই প্রিয় হয়ে উঠেছে। এবার স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৪-এ দেখা যাবে বাংলার সব থেকে বড় বিয়ে বাড়ির।

এই অনুষ্ঠানে এবার তুলে ধরা হবে বাংলার সব থেকে বড় বিয়ের অনুষ্ঠান। একদিকে যেমন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বড় বড় নক্ষত্ররা, অন্যদিকে নতুন ভাবে প্রেমের বন্ধনে আবদ্ধ হবেন যুগলেরা। অভিনেতা কাঞ্চন মল্লিক সেখানেই নাকি ফের একবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে! তবে অনেকের মনে প্রশ্ন তাহলে বিয়েটা হতে চলেছে কার সাথে?

আরোও পড়ুন : ‘পয়সা দিত না’…চোখে জল আনা কাহিনী শোনালেন বনগাঁর কালীদি! ৯০ টাকার মটন বেচে টক্কর দেন নন্দিনীকেও

আসলে এই অনুষ্ঠানে দেখানো হবে কাঞ্চন মল্লিকের বিয়ে। এই অনুষ্ঠানে কাঞ্চনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে বলে জানা গেছে। তবে এই অনুষ্ঠানে কাঞ্চনের বউ কে হবে তা নিয়ে কিন্তু এখনো কিছু জানা যায়নি। সম্পূর্ণভাবে একটি বিনোদনমূলক কিছু হতে চলেছে তা বলাই যায়। স্টার জলসায় এই অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে ১০ মার্চ রবিবার।

untitled design 20240307 124130 0000

যিশু সেনগুপ্ত, মোনামি ঘোষ, অপরাজিতা আঢ্য, রূপাঞ্জনা মিত্র, জুন মালিয়া ও স্টার জলসা বিভিন্ন মেগা সিরিয়ালের তারকাদের দেখা যাবে এবারের এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এছাড়াও থাকতে চলেছে কোয়েল মল্লিক, সন্দীপ্তা সেন, বিক্রম চট্টোপাধ্যায়, শন বন্দ্যোপাধ্যায়- সৃজলা গুহ এবং প্রতীক-সোনামনির অসাধারণ পারফরম্যান্স। একই সাথে ইমন চক্রবর্তী এবং বাবুল সুপ্রিয়র গানে মুগ্ধ হতে চলেছেন দর্শকেরা।

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর