বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিজগতে সিরিয়াল (Serial) বন্ধের হিড়িক লেগেছে। নতুন পুরনো নির্বিশেষে একের পর এক সিরিয়াল হঠাৎ করেই শেষ করে দেওয়া হচ্ছে। এমনকি টিআরপি ভাল থাকলেও বিনা নোটিসেই দাঁড়ি পড়ে যাচ্ছে সিরিয়ালের গল্পে। ইতিমধ্যেই দুটি প্রথম সারির চ্যানেলের একাধিক সিরিয়াল বন্ধ হয়েছে এবং আগামীতে হতে চলেছে। তালিকায় যোগদান হয়েছে একটি চ্যানেল টপারের নামও।
আকাশ আট চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘কাঞ্চি’ও শেষ হয়ে যেতে বসেছে। লম্বা সময় ধরে চ্যানেল টপারের তকমা ধরে রেখেছিল এই সিরিয়াল। সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন কথাকলি চক্রবর্তী এবং ফারহান ইমরোজ। খলনায়িকার চরিত্রে ছিলেন আয়েশা আত্রেয়ী ভট্টাচার্য।
সিরিয়াল শেষ হওয়ার খবর তিনিই প্রথম জানান সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, ‘সফর শেষ। কাঞ্চি শেষ হল। খুব মিস করব সকলকে। অনেক খলনায়ক চরিত্র করেছি আমি, কিন্তু রোহিণী আমার কাছে সব সময় বিশেষ হয়ে থাকবে’। জানা গিয়েছে, গত ১ লা ডিসেম্বর হয়ে গিয়েছে সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং। তবে শেষ সম্প্রচার কবে তা জানা যায়নি।
জি বাংলায় ইতিমধ্যে লালকুঠি সিরিয়াল শেষ হয়ে তার জায়গায় শুরু হয়েছে সোহাগ জল। এখনো দুটি নতুন সিরিয়াল শুরু হওয়ার অপেক্ষায়। জানা গিয়েছে, জি এর দুই দুর্বল সিরিয়াল উড়ন তুবড়ি এবং এই পথ যদি না শেষ হয় কেই বিদায় নিতে হবে নতুনদের জায়গা ছাড়ার জন্য।
স্টার জলসাতেও ছবিটা একই রকম। ধুলোকণা এবং মাধবীলতার শেষ দিনের শুটিং নাকি ইতিমধ্যেই সারা। অথচ দুটি সিরিয়ালই ভাল টিআরপি দিচ্ছিল চ্যানেলকে। ওই দুই সিরিয়ালের জায়গায় শুরু হবে পঞ্চমী এবং বাংলা মিডিয়াম।