বিশ্বকাপের আগেই বড় সিদ্ধান্ত! T20 থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

Published on:

Published on:

Kane Williamson retires from T20.

বাংলা হান্ট ডেস্ক: নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) T20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ইতিমধ্যেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছেন। উইলিয়ামসন ২০১১ সালে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে অভিষেক করেছিলেন। তবে, এই কিংবদন্তি ব্যাটার স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নিউজিল্যান্ডের হয়ে ODI এবং টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবেন।

T20 থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন (Kane Williamson):

কী জানিয়েছেন কেন উইলিয়ামসন: T20 থেকে অবসরের ঘোষণা করে কেন উইলিয়ামসন (Kane Williamson) জানান, “এটি এমন একটি বিষয় যেটির সঙ্গে দীর্ঘদিন ধরে এর অংশ হতে আমি ভালোবাসি এবং এই স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। এটা আমার এবং দলের জন্য সঠিক সময়। এর ফলে সামনের সিরিজ এবং আমাদের পরবর্তী প্রধান লক্ষ্য T20 বিশ্বকাপের জন্য দল স্পষ্টতা পাবে।”

 

View this post on Instagram

 

A post shared by BLACKCAPS (@blackcapsnz)

তিনি আরও বলেন যে, T20 ক্রিকেটের জন্য নিউজিল্যান্ডে প্রচুর প্রতিভা রয়েছে এবং পরবর্তী সময়টি ওই খেলোয়াড়দের ক্রিকেট সম্পর্কে সচেতন করতে এবং বিশ্বকাপের জন্য প্রস্তুত করার জন্য গুরুত্বপূর্ণ হবে। জানিয়ে রাখি যে, উইলিয়ামসন (Kane Williamson) T20 ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বজুড়ে T20 লিগে খেলা চালিয়ে যাবেন।

আরও পড়ুন: এবার ভারতের প্রত্যেক রান্নাঘরে পৌঁছবে রাশিয়ার তেল? ব্যাপারটা কী? জানলে হবেন “থ”

কী জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট: এদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট (NZC)-র সিইও স্কট ওয়েনিঙ্ক জানান, “আমরা কেনকে (Kane Williamson) স্পষ্ট করে দিয়েছি যে তাঁর সুন্দর ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছন পর্যন্ত আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।” তিনি আরও যোগ করেছেন যে, “আমরা অবশ্যই তাঁকে যতদিন সম্ভব খেলতে দেখতে চাই, কিন্তু কোনও সন্দেহ নেই যে যখনই তিনি অবসর নেওয়ার সিদ্ধান্ত নেবেন – তখনই তাঁকে নিউজিল্যান্ড ক্রিকেটের একজন কিংবদন্তি হিসেবে স্মরণ করা হবে।” জানিয়ে রাখি যে, T20-তে নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক উইলিয়ামসন।

আরও পড়ুন: মার্চ মাস থেকে দাম বেড়েছে ১৬২ শতাংশ! শেয়ার বাজারে ঝড় তুলছে এই স্টক, মালামাল বিনিয়োগকারীরা

কেনের T20 পারফরম্যান্স: উল্লেখ্য যে, কেন (Kane Williamson) ৯৩ টি T20 ম্যাচে ৩৩.৪৪ গড়ে ২,৫৭৫ রান করেছেন। যার মধ্যে ১৮ টি হাফ-সেঞ্চুরি রয়েছে। তিনি ৭৫ টি ম্যাচে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দিয়েছেন। যার মধ্যে ৩৯ টিতে জিতেছে কিউইরা। কেনের নেতৃত্বে, নিউজিল্যান্ড দল ২০১৬ এবং ২০২২ সালে T20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছিল। যেখানে উইলিয়ামসন অ্যান্ড কোং ২০২১ সালে T20 বিশ্বকাপের ফাইনালে পরাজিত হয়।কেন উইলিয়ামসন তাঁর সেরা T20 ইনিংসটি খেলেছিলেন ২০২১ সালের T20 বিশ্বকাপ ফাইনালে। সেই সময়ে উইলিয়ামসন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪৮ বলে ৮৫ রান করেন। ওই ম্যাচে অস্ট্রেলিয়া পরাজিত হলেও কেন মনে করিয়ে দিয়েছিলেন যে প্রয়োজনে তিনি তাঁর শট খেলতে পারেন।