বিবাহ বিচ্ছেদের জন‍্য দায়ী ছেলেরাই, সামান্থা-নাগা চৈতন‍্যর ভাঙনের জন‍্য ‘ডিভোর্স এক্সপার্ট’ আমিরকে কাঠগড়ায় তুললেন কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে ভাঙছে একের পর এক সম্পর্ক। শনিবারই বিবাহ বিচ্ছেদ ঘোষনা করেছেন তেলুগু সুপারস্টার নাগা চৈতন‍্য এবং অভিনেত্রী সামান্থা প্রভু। চার বছরের বিবাহ বার্ষিকীর ঠিক আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এই জনপ্রিয় জুটি। এদিকে তাঁদের বিচ্ছেদের জন‍্য বলিউডের আরেক সুপারস্টারকে দায়ী করেছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)।

নাগা চৈতন‍্য ও সামান্থার সংসার ভাঙার প্রসঙ্গে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কুইন’ অভিনেত্রী লেখেন, ‘যখনি বিবাহ বিচ্ছেদ হয় দোষটা ছেলেদেরই থাকে। আমার কথা শোনা গোঁড়ামি মনে হতে পারে কিন্তু পুরুষ ও নারীর চরিত্রকে এভাবেই তৈরি করেছেন ঈশ্বর। যারা মেয়েদের জামাকাপড়রের মতো বারবার বদলাতে থাকে আর তারপর নিজেদের তাদের বন্ধু বলে দাবি করে তাদের প্রতি দয়া দেখানো বন্ধ করুন। হ‍্যাঁ, একশো জনের মধ‍্যে হয়তো একজন নারী দোষী হতে পারে। কিন্তু মিডিয়া সবসময় মেয়েদেরকেই দোষী বানায়।’


এখানেই থামেননি কঙ্গনা। দক্ষিণী তারকা নাগা চৈতন‍্য ও সামান্থার বিচ্ছেদের জন‍্য এক বলিউড সুপারস্টারকে দায়ী করেছেন তিনি। তাঁকে ‘ডিভোর্স এক্সপার্ট’ তকমা দিয়ে কঙ্গনা বলেছেন, বহু মহিলা ও শিশুর জীবনের সর্বনাশ করেছেন এই তারকা। সম্প্রতি তাঁর সঙ্গেই সাক্ষাৎ করেছিলেন নাগা চৈতন‍্য। তারপরেই দীর্ঘ ১০ বছরের প্রেম ও চার বছরের দাম্পত‍্য জীবনের ইতি।


কঙ্গনা বলিউড সুপারস্টারের নাম না করলেও কারোরই বুঝতে বাকি নেই যে তিনি আমির খানের কথা বলছেন। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ার সঙ্গে বিচ্ছেদের পর লাদাখে লাল সিং চাড্ডা ছবির শুটিংয়ে নাগা চৈতন‍্যর সঙ্গে অভিনয় করেন তিনি। তাঁদের ছবিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। সেই প্রসঙ্গ তুলেই আমিরকে কটাক্ষ শানালেন কঙ্গনা।


ইতিমধ‍্যেই কয়েকটি সংবাদ মাধ‍্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিচ্ছেদের পর খোরপোশ হিসেবে ৫০ কোটি টাকা পাওয়ার কথা ছিল সামন্থার, যেটা নিতে নাকি অস্বীকার করেছেন তিনি। অপর একটি বিশ্বস্ত সূত্রের খবর, ৫০ নয় অভিনেত্রীকে নাকি ২০০ কোটি টাকা খোরপোশ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু তিনি সাফ জানান সম্পর্ক ভাঙার জন‍্য একটা পয়সাও তিনি নেবেন না। ঘনিষ্ঠ সূত্রের বক্তব‍্য, এই বিয়েটা থেকে শুধুমাত্র ভালবাসা দাবি করেছিলেন সামান্থা। সেটাই যখন আর রইল না তখন কিছুই নেবেন না বলে জানিয়েছেন তিনি।

X