বাংলাহান্ট ডেস্ক: লাভ জিহাদের (love jihad) জেরে ফরিদাবাদে এক কলেজ ছাত্রীকে খুনের ঘটনায় তোলপাড় হচ্ছে গোটা দেশ। এর আগেও ধর্মীয় বিষয় ও সাম্প্রদায়িকতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। এবার ফের ফরিদাবাদের ঘটনা নিয়ে মুখ খুললেন তিনি।
নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, ‘ফ্রান্সের ঘটনায় গোটা বিশ্ব তোলপাড় হয়ে গিয়েছে। তা সত্ত্বেও এই জেহাদিদের কোনো লজ্জা বা আইন কানুনের কোনো ভয় নেই। ইসলামে ধর্মান্তরিত না হতে চাওয়ার কারণে এক ছাত্রীকে প্রকাশ্য দিনের বেলায় তার কলেজের বাইরে গুলি করে হত্যা করা হয়। অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত।’
ফরিদাবাদে একটি কলেজের বাইরে দিনের বেলা প্রকাশ্যে গুলি করে খুন করা হয় এক ছাত্রীকে। জানা গিয়েছে লাভ জিহাদের জেরেই এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। নিকিতা তোমর নামে নিহত ওই ছাত্রী তৌসিফ নামে এক যুবককে বিয়ে করতে অস্বীকার করে। এরপরেই ওই ছাত্রীকে প্রকাশ্য রাস্তায় গুলি করে পালায় তৌসিফ।
প্রসঙ্গত এর আগে প্যারিসে শিক্ষক হত্যা নিয়েও সরব হয়েছিলেন কঙ্গনা। টুইটে কঙ্গনা লেখেন, ‘আমি অবাক হয়ে যাই এটা দেখে যে একটা ধর্ম সমালোচনার প্রতি কতটা অসহিষ্ণু, সম্পূর্ণ পুরুষ কেন্দ্রিক, মহিলা, প্রাণী, প্রকৃতি কোনো কিছুকেই শ্রদ্ধা করে না। তাও এখনকার সময়ে এটাই সবথেকে দ্রুত বেড়ে চলা ধর্ম এবং বুদ্ধিজীবীরাও এই ধর্মকে সমর্থন করেন। কি করে?’
https://twitter.com/KanganaTeam/status/1321265608957317122?s=19
আমির খানের ‘পিকে’ ছবির বিরুদ্ধেও তোপ দেগে কঙ্গনা লেখেন, ‘হিন্দুরা যদি এমন তথাকথিত শান্তিপূর্ণ অসহিষ্ণুতা দেখাতো তাহলে অনেক আগেই গোটা বলিউডের মুণ্ডচ্ছেদ হয়ে যেত। আমাদের ধর্ম নিয়ে এরা অবমাননাকর ফিল্ম বানায় আর অন্যদিকে বলে গেরুয়া রংকে তারা ভয় পায়।’