এক সপ্তাহ পর্যন্ত ঘোর থেকে যাবে, ‘কানতারা’ দেখে ভিডিও বার্তায় ঢালাও প্রশংসা অভিভূত কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গর্ব করার মতো আরো এক ব্লকবাস্টার উপহার দিল দক্ষিণী ইন্ডাস্ট্রি। লকডাউনের পর থেকে যে জয়যাত্রা শুরু করেছে সাউথ, তাতে ক্রমেই সাফল‍্য এসে চলেছে। স‍্যান্ডালউডের মুকুটে নতুন পালক যোগ করেছে ‘কানতারা’ (Kantara)। সম্প্রতি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতও (Kangana Ranaut) প্রশংসায় ভরিয়ে দিয়েছে রিষভ শেট্টি পরিচালিত এই ছবিকে।

সম্প্রতি মুক্তি পেয়েছে কন্নড় ছবিটির হিন্দি সংষ্করণ। একাধিক নামী তারকার মুখে কানতারার ভূয়সী প্রশংসা শুনে কঙ্গনাও দেখতে গিয়েছিলেন ছবিটি। আর দেখে তিনি এতটাই অভিভূত হয়েছেন যে ফেরার পথে গাড়িতেই একটি ভিডিও বার্তায় নিজের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।


ভিডিওতে কঙ্গনাকে বলতে শোনা যায়, “সবেমাত্র আমার পরিবারকে নিয়ে কানতারা দেখলাম, আর আমি এখনো কাঁপছি। কী বিষ্ফোরক অভিজ্ঞতা! ঋষভ শেট্টি আপনাকে কুর্নিশ। লেখা, পরিচালনা, অভিনয়, অ্যাকশন দুর্দান্ত, অবিশ্বাস‍্য!”

কানতারার আরো প্রশংসা করে অভিনেত্রী বলেন, সিনেমা এমনি হওয়া উচিত। প্রেক্ষাগৃহেও অনেককে তিনি বিস্ময় প্রকাশ করতে শুনেছেন। এমন কিছু তারা আগে কখনোই দেখেননি। সবশেষে নির্মাতাদের ধন‍্যবাদ জানিয়ে কঙ্গনা বলেন, ঘোর কাটতে এখনো এক সপ্তাহ লাগবে তাঁর।

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে অ্যাকশন থ্রিলার ছবিটি এবং আপাতত কর্ণাটকের বক্স অফিস কাঁপাচ্ছে। ইতিমধ‍্যেই IMDb রেটিংয়ের নিরিখে কেজিএফকে পেরিয়ে গিয়ে সবথেকে বেশি রেটিং প্রাপ্ত ভারতীয় ছবি হয়ে উঠেছে কানতারা। এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে ছবিটির IMDb রেটিং ৯.৩।

গত ১৪ অক্টোবর ছবির হিন্দি সংষ্করণটি মুক্তি পেয়েছে। ১৫ অক্টোবর মুক্তির পর প্রথম দিনেই ঢালাও ব‍্যবসা করেছে তেলুগু সংষ্করণটি। কন্নড় ইন্ডাস্ট্রিতে ব‍্যবসার দিক থেকে কেজিএফ চ‍্যাপ্টার ১ এবং ২ এর পরেই রয়েছে কানতারার নাম। অন‍্যদিকে গোটা বিশ্বে এখনো পর্যন্ত ১৭০ কোটি টাকার ব‍্যবসা করেছে কানতারা।

সম্পর্কিত খবর

X