বাংলা হান্ট ডেস্কঃ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মুম্বাইয়ে নিজের বাড়ি পৌঁছানর পর সবার আগে নিজের অফিসের কয়েকটি ভিডিও শেয়ার করেছেন। ওই ভিডিও গুলোয় ভাঙাচোরা অফিসের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। এর সাথে সাথে কঙ্গনা নিজেরও একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতে (Viral Video) কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) সোজাসুজি মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে (Uddhav Thackeray) কে নিশানা করেন।
https://twitter.com/KanganaTeam/status/1303634456658366464
কঙ্গনা ভিডিওতে বলেন, ‘উদ্ভব ঠাকরে আপনি কি ভাবছেন আপনি ফিল্ম মাফিয়ার সাথে মিলে আমার বাড়ি ভেঙে বড় বদলা নিয়েছেন? আজ আমার বাড়ি ভেঙেছে, কাল আপনার অহংকার ভাঙবে। এটা সময়ের চাকা, মনে রাখবেন, সবসময় সবকিছু এক থাকে না, আমার মনে হয় আপনি আমার অনেক উপকার করে দিয়েছেন। কারণ আমি জানতাম কাশ্মীরি পণ্ডিতদের সাথে কেমন অত্যাচার হয়েছিল, কিন্তু সেটা আজ অনুভবও করলাম।”
तुमने जो किया अच्छा किया 🙂#DeathOfDemocracy pic.twitter.com/TBZiYytSEw
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
কঙ্গনা ভিডিওতে আরও বলেন, ‘ আজ আমি দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শুধু অযোধ্যা নিয়েই না, কাশ্মীর নিয়েও সিনেমা বানাবো। কারণ আমি জানতাম এটা আমদের সাথে হবে, কিন্তু হয়ে গেলো শুধু আমার সাথে। এর অনেক মানে আছে। উদ্ভব ঠাকরে এই যে ক্রুড়তা আর আতঙ্ক আছে, ভালো হল আমার সাথে হল, কারণ এর অনেক মানে আছে। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।”