বাংলাহান্ট ডেস্ক : বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশ। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হিমাচলে পরিদর্শনে গিয়েছিলেন অভিনেত্রী তথা মাণ্ডির সাংসদ কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সেখানের দুর্দশা দেখে ভেঙে পড়েন তিনি। সেই সঙ্গে স্থানীয়দের কাছে নিজের পরিস্থিতির কথাও তুলে ধরেন অভিনেত্রী।
মানালিতে বন্যা পরিস্থিতি দেখতে যান কঙ্গনা( Kangana Ranaut)
বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে মানালিতে গিয়েছিলেন কঙ্গনা (Kangana Ranaut)। সেখানে গিয়ে আর নিজেকে ধরে রাখতে পারেননি তিনি। অভিনেত্রী বলেন, মানালিতেই তাঁর বাড়ি, তিনিও হিমাচল কন্যা। মানালিতেই কয়েক মাস আগে একটি রেস্তোরাঁও খুলেছিলেন তিনি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই রেস্তোরাঁরও করুণ দশা।
চলছে না অভিনেত্রীর রেস্তোরাঁ: কঙ্গনা (Kangana Ranaut) জানান, কয়েক মাস আগেই মানালিতে একটি রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। হিমাচলের স্পেশাল খাবার পাওয়া যায় সেখানে। এরপরেই অভিনেত্রী জানান, গতকাল তাঁর ক্যাফেতে মোটে ৫০ টাকার খাবার বিক্রি হয়েছে। এদিকে কর্মচারীদের ১৫ লক্ষ টাকা বেতন দিতে হয় তাঁকে। কার্যত চোখের জলে ভেসে কঙ্গনা বলেন, ‘আমার অবস্থাটাও একটু ভাবুন’।
আরও পড়ুন : “আমি ভারত এবং মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ”, এবার লঘু হতে চলেছে শুল্কের বোঝা? ট্রাম্পের বয়ানে শুরু জল্পনা
কী জানান কঙ্গনা: স্থানীয়দের উদ্দেশে অভিনেত্রী বলেন, তিনি একা পরিশ্রম করে সংসার চালান। সমাজে একা থাকেন। তিনি তো আর ইংল্যান্ডের রানি নন। সেই সঙ্গে কঙ্গনা (Kangana Ranaut) আরও বলেন, তিনি শুধু সাংসদ নন, তিনি মানালির মেয়ে। শুধু আর রাজনৈতিক দায়িত্বে বিষয়টা আটকে নেই। বিষয়টা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছে।
আরও পড়ুন : শিব থেকে সটান মহিষাসুর! জি বাংলার মহালয়ায় নতুন অবতারে রুবেল, কী বললেন অভিনেতা?
কেন্দ্রের তরফে এদিন ১০ হাজার কোটি টাকা ত্রাণ দেওয়ার কথাও ঘোষণা করেন কঙ্গনা। উল্লেখ্য, চলতি বছরেই মানালিতে নিজের রেস্তোরাঁ খোলেন তিনি। হিমাচলী খাবার জনপ্রিয় করে তুলতেই এই উদ্যোগ নেন অভিনেত্রী। কিন্তু হিমাচলের বর্তমান পরিস্থিতিতে তাঁর রেস্তোরাঁও ডুবতে বসেছে।