‘যাদের সঙ্গে ছবি করেছিস সবার পোষা তুই?’ দিলজিতের মন্তব‍্যে ক্ষেপে লাল কঙ্গনা, ‘অশ্লীল’ টুইট যুদ্ধ দুই তারকার

বাংলাহান্ট ডেস্ক: পাঞ্জাব হরিয়ানার কৃষক আন্দোলন নিয়ে ইতিমধ‍্যেই স্বমহিমায় টুইটারে অবতীর্ণ হয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। সরকারের বিরুদ্ধে কৃষকদের উসকানো হচ্ছে এমনটাই বক্তব‍্য অভিনেত্রীর। উপরন্তু শাহিন বাগের চর্চিত বিলকিস বানো দাদি মাত্র ১০০ টাকার বিনিময়ে এই কৃষক আন্দোলনেও পা মিলিয়েছেন এমন মন্তব‍্য করেও জোর বিতর্ক শুরু করেছেন কঙ্গনা।

এবার সংবাদ শিরোনামে উঠে এল কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের টুইট যুদ্ধ। কৃষক আন্দোলনে কঙ্গনার মতামতকে কটাক্ষ করে টুইট করে অভিনেত্রীর ‘ব‍্যাড বুক’এ নাম লিখিয়েছিলেন দিলজিৎ। তারপর থেকে উত্তর প্রত‍্যুত্তরের টুইট বাণ হেনে চলেছেন দুজন।

dadi kangana
দিলজিৎ দোসাঞ্ঝকে ‘করন জোহরের পোষা’ বলে তীব্র আক্রমণ করেছেন ‘কুইন’ অভিনেত্রী। এবার তার পাল্টা দিলেন দিলজিৎ। অভিনেতাকে উদ্দেশ করে কঙ্গনা লিখেছিলেন, ‘ও করন জোহরের পোষা, যে দাদি শাহিন বাগে নিজের নাগরিকত্বের জন‍্য আন্দোলন করছিলেন ওই বিলকিস বানো দাদিই কৃষকদের আন্দোলনে পা মিলিয়েছেন। মহিন্দর কউর জি কে তো আমি চিনিই না। কি নাটক শুরু করেছো তোমরা? এখনি বন্ধ করো।’

https://twitter.com/diljitdosanjh/status/1334421071424970752?s=19

অভিনেত্রীর এই মন্তব‍্য চুপচাপ বসে হজম করার পাত্র নন দিলজিৎ। পালটা তোপ দেগে তিনি লেখেন, ‘তুই যাদের সঙ্গে ছবি করেছিস তুই তাদের সবার পোষা? তাহলে তো মালিকের তালিকাটা লম্বা হয়ে যাবে? এরা বলিউড ওয়ালে না পাঞ্জাব ওয়ালে। মিথ‍্যে বলে মানুষকে উসকানো ও তাদের আবেগের সঙ্গে খেলা তো আপনি ভালই জানেন।’

https://twitter.com/diljitdosanjh/status/1334434578296016897?s=19

এতেই ক্ষেপে যান কঙ্গনা। এবার দিলজিতের উদ্দেশে বেশ ‘অভদ্র’ ভাষাতেই মন্তব‍্য ছুঁড়ে দেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘ও চামচা চল। তুই যাদের চেটে চেটে কাজ আদায় করিস আমি রোজ তাদের বাজাই। বেশি লাফাস না। আমি কঙ্গনা রানাওয়াত, তোর মতো কোনো চামচা নই যে মিথ‍্য বলব। আমি শুধু শাহিন বাগের বিদ্রোহীর ব‍্যাপারে মন্তব‍্য করেছিলাম। কেউ ভুল প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।’

https://twitter.com/diljitdosanjh/status/1334452627774402560?s=19

প্রসঙ্গত, কৃষক আন্দোলনের একটি ছবি ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। সেখানে এক বৃদ্ধা মহিলাকেও আন্দোলনে পা মেলাতে দেখা যায়। সেই ছবি টুইট করে কঙ্গনা লেখেন, এই সেই শাহিন বাগের বিলকিস দাদি। ১০০ টাকার বিনিময়ে কৃষক আন্দোলেও যোগ দিয়েছেন তিনি। এই টুইট ঘিরে তুমুল বিতর্ক শুরু হতে বাধ‍্য হয়ে টুইট মুছে দিলেও এখনো নিজের দাবিতে অনড় রয়েছেন কঙ্গনা।


Niranjana Nag

সম্পর্কিত খবর