বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) অভিনেত্রীদের মধ্যে তিনিই সর্বাধিক করদাতা। এমনকি সমগ্র দেশবাসীর মধ্যে সবথেকে বেশি আয়করদাতাদের তালিকায় রয়েছেন কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। কিন্তু এই কঠিন সময় ফাঁপড়ে ফেলেছে ‘কুইন’ অভিনেত্রীকেও। লকডাউনে হাতে কোনো কাজ না থাকায় বিপুল পরিমাণ কর দিতে পারেননি তিনি।
সোশ্যাল মিডিয়ায় এসে মনের দুঃখ জানিয়েছেন কঙ্গনা। টুইটার থেকে বিতাড়িত হওয়ার আগে পর্যন্ত সেখানেই যাবতীয় সুখ দুঃখের কথা বলতেন অভিনেত্রী। কিন্তু টুইটার থেকে চিরদিনের মতো নির্বাসিত হওয়ায় সে পাট চুকেছে। এখন ইনস্টাগ্রামেই বেশি সক্রিয় থাকেন কঙ্গনা। তাই জীবনে প্রথম বার কর দিতে না পারার দুঃখও ইনস্টাগ্রামেই প্রকাশ করেছেন তিনি।
কঙ্গনা লিখেছেন, ‘দেশের সর্বাধিক করদাতাদের মধ্যে আমি একজন। নিজের আয়ের ৪৫ শতাংশই আমি আয়কর হিসাবে দিই। এমনকি আমিই সর্বাধিক করদাতা অভিনেত্রী কিন্তু কোনো কাজ না থাকায় গত বছরের অর্ধেক আয়কর আমি দিতে পারিনি। জীবনে এই প্রথম বার আমি কর দিতে দেরি করলাম। তাও সরকারি নির্দেশে বাকি ট্যাক্সের উপর আমাকে বাড়তি ইন্টারেস্ট দিতে হবে। কিন্তু এই নিয়মকে আমি স্বাগত জানাচ্ছি। আলাদা আলাদা ভাবে সময়টা আমাদের জন্য কঠিন হলেও একত্রে এই দুঃসময় আমরা কাটিয়ে উঠবোই।’
গত মাসেই করোনা আক্রান্ত হয়েছিলেন কঙ্গনা। করোনা পজিটিভ হওয়ার পরেই সারা বিশ্ব তছনছকারী করোনাকে সাধারন ফ্লু বলেছিলেন কঙ্গনা। সংবাদ মাধ্যম একে নিয়ে বেশি মাতামাতি করছে, এমনটাই ছিল অভিনেত্রীর বক্তব্য। আর তার জেরেই ব্যান হয় কঙ্গনার সেই পোস্ট। তবে অবশ্য করোনা থেকে সুস্থ হয়েই ভিডিও বার্তায় তিনি বলেছিলেন কতটা ভয়াবহ এই ভাইরাস।