৯ সেপ্টেম্বর মুম্বই ফিরব, কারোর বাবার ক্ষমতা থাকলে আটকে দেখাবেন আমাকে: কঙ্গনা রানাওয়াত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিষ্ফোরক মন্তব‍্যের জন‍্য প্রায়দিনই সোশ‍্যাল মিডিয়ায় ট্রেন্ডিং লিস্টে থাকেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। অতি সম্প্রতি তিনি দাবি করেন, শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউত (sanjay raut) তাঁকে খোলাখুলি হুমকি দিচ্ছেন।টুইটে মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন কঙ্গনা। এরপরেই তাঁর উপর তুমুল ক্ষিপ্ত হয়ে ওঠে বলিউডের একাংশ।

মুম্বইতে না ফেরার হুমকির মাঝেই এবার ফের এক বিষ্ফোরন ঘটিয়েছেন কঙ্গনা। হুমকিদাতাদের পালটা তোপ দেগে সাফ জানিয়েছেন অভিনেত্রী, মুম্বই ফিরছেন তিনি। আগামী সপ্তাহেই মুম্বইতে পা দেবেন তিনি।

 

একটি টুইটে কঙ্গনা লিখেছেন, ‘অনেকেই দেখছি আমাকে হুমকি দিচ্ছেন মুম্বই ফেরত না যাওয়ার। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে ৯ সেপ্টেম্বর আমি মুম্বই ফিরব। মুম্বই বিমান বন্দরে নামার সময় আমি জানিয়ে দেব। কারওর বাবার ক্ষমতা থাকলে আটকে দেখাবেন আমাকে।’

কঙ্গনার এই টুইটের পরেই তাঁকে সমর্থন করে টুইটের ঢল নেমেছে অনুরাগীদের। তাঁকে ‘শেরনি’ ও ‘কুইন’ তকমা দিয়ে সমর্থন করছেন ভক্তরা। আবার অনেকে যারা কঙ্গনাকে হুমকি দিয়েছিলেন সেই সব তারকাদের নিয়ে ট্রোলও করছেন সোশ‍্যাল মিডিয়ায়।

https://twitter.com/mishravishal281/status/1301783039572279296?s=19

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার কঙ্গনা একটি টুইটে লেখেন, ‘শিবসেনা নেতা সঞ্জয় রাউত আমাকে খোলাখুলি হুমকি দিয়েছেন এবং বলেছেন মুম্বই ফেরত না আসতে। প্রথমে মুম্বইয়ের রাস্তায় আজাদির গ্রাফিটি আর এখন খোলাখুলি হুমকি। মুম্বই পাক অধিকৃত কাশ্মীরের মতো হয়ে গিয়েছে কেন?’

https://twitter.com/KanganaTeam/status/1301413968729210880?s=19

উল্লেখ‍্য, শিবসেনা নেতা সঞ্জয় রাউত দলের মুখপত্র সামনাতে কঙ্গনাকে কটাক্ষ করে লেখেন, উনি মুম্বইতে থাকেন অথচ এখানকার পুলিসদের উপর ভরসা করতে পারছেন না। সমালোচনা করছেন। এটা লজ্জাজনক। সঞ্জয় রাউত লেখেন, ‘আমি অনুরোধ করছি কঙ্গনা যেন মুম্বই ফেরত না আসেন। এটা মুম্বই পুলিসের অপমান ছাড়া আর কিছুই নয়। স্বরাষ্ট্র মন্ত্রককে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানালাম।’ এর পরিপ্রেক্ষিতেই টুইট করেন কঙ্গনা রানাওয়াত।

সম্পর্কিত খবর

X