চীনের চালবাজিতে রুশী জবাব ভারতের, সেনাবাহিনীতে জায়গা পাচ্ছে AK203

Bangla Hunt Desk: ভারত (India) রাশিয়ার (Russia) বন্ধুত্বের নিদর্শন আন্তর্জাতিক মহলে বহুবার চর্চিত হয়েছে। এবার সেই বন্ধুত্বের নজির রাখতে ‘কালাশনিকভ-চুক্তি’ দীর্ঘদিন পর সাফল্য পেতে চলেছে। ভারত ও রাশিয়ার মধ্যে AK203 রাইফেল (AK203 rifles) ক্রয়ের বিষয়ে চুক্তি এবার বাস্তব রূপ পেতে চলেছে। সবকিছু ঠিকঠাক চললে অক্টোবরের মধ্যেই ভারতীয় সেনাদের ক্ষমতা বৃদ্ধি করতে রাশিয়া থেকে আসবে AK203।

রাশিয়া থেকে আসছে AK203
ভারতীয় সেনাবাহিনীতে ৭ লক্ষ ৭০ হাজার AK203 রাইফেল প্রয়োজন। কিন্তু বর্তমানে ১ লক্ষ AK203 আমদানি করা হবে। এই AK203 হল AK47-এর উন্নত সংস্করণ। বিগত ৭০ বছর ধরে AK47 কেই স্বয়ংক্রিয় কালাশনিকভ বিশ্বের সর্বাধিক স্বীকৃত অস্ত্র হিসাবে ধরা হত। এই সিরিজের রাইফেলগুলো পরিচালনায় অনেক সহজ এবং এর গুলি কয়েকশো মিটার দূরের শত্রুর উদ্দ্যেশ্যেও ছোঁড়া সম্ভব।

Indian 203 a 660x275 1

AK47-এর আপডেটেড ভার্সন AK203
ভারতীয় সেনাবাহিনীর কাছে যুদ্ধের জন্য প্রথম পছন্দ হল এই AK47 রাইফেল। ভারতীয় সেনাবাহিনীর অ্যান্টি টেররিজ ফোর্স ন্যাশনাল রাইফেলসের পতাকাতে জায়গা করে নিয়েহে এই শক্তিশালী অস্ত্র AK47 রাইফেল। বর্তমান দিনে তাই ভারতীয় সেনাবাহিনীকে আরও শক্তিশালী করে তুলতে এই রাইফেলের আপডেটেড ভার্সান প্রস্তুত করা হয়েছে, AK203 যা আরও বেশি ক্ষমতা সম্পন্ন।

Indian Army 3

AK203 রাইফেলের কার্যক্ষমতা
এই নতুন প্রস্তুত রাইফেলের বিষয়ে কালাশনিকভ কোম্পানির প্রযুক্তি বিশেষজ্ঞ মিখাইল জানিয়েছেন, AK47 রাইফেলএর মতই AK203 রাইফেলকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। যুদ্ধক্ষেত্রে একজন সৈনিককে এই রাইফেল প্রভূত শক্তি যোগাবে। এই রাইফেলে ৩০ টির বদলে ৬০ টি গুলি একসঙ্গে ভরে রাখা যাবে। যে কোন রকম প্রতিকূল পরিস্থিতিতে এই রাইফেল কার্যকরী হবে।

AK203 e1562671172215

সিয়াচেনের মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস হোক বা থর মরুভূমির বালির ঝড়, সর্বক্ষেত্রেই এই রাইফেল সমানভাবে কার্যকরী। এমনকি উত্তর-পূর্বের নন স্টপ বর্ষার মধ্যেও এই রাইফেল ঝড়ের গতিতে কাজ করতে সক্ষম। এই রাইফেল থেকে ৬০ সেকণ্ডে ৬০০ টি বুলেট চালানোর ক্ষমতা আছে, অর্থাৎ ১ সেকেন্ডে ১০ টি গুলি করা যেতে পারে। এমনকি রাতের অন্ধকারেও শত্রুকে খতম করতে এই AK203 রাইফেল সর্বোতভাবে প্রস্তুত।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর