কৃষক আন্দোলনের সমর্থকদের ধরে জেলে পোরা হোক! দাবিতে সোচ্চার কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের কৃষক আন্দোলন (farmers protest) নিয়ে বিষ্ফোরন ঘটালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। আজ প্রজাতন্ত্র দিবসে দিল্লির লালকেল্লায় আন্দোলনকারী কৃষকদের জোর করে প্রবেশ ও কৃষক সংগঠন নিশান সাহিবের পতাকা উত্তোলনের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন কঙ্গনা। ভিডিও (video) বার্তায় ‘কৃষকরূপী সন্ত্রাসবাদী’দের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখান তিনি।

কঙ্গনা বলেন, করোনাকে জয় করে ভারত এগিয়ে চলেছিল। গোটা বিশ্বের কাছে ভারত দৃষ্টান্ত স্থাপন করেছিল। কিন্তু আজ প্রজাতন্ত্র দিবসের মতো একটা দিনে কৃষকরূপী সন্ত্রাসবাদীরা যা করেছে তার জন‍্য দেশের মাথা হেঁট হয়ে গিয়েছে। লাল কেল্লা থেকে যেসব ছবি সামনে আসছে তা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।
কঙ্গনা আরো বলেন, এই সন্ত্রাসবাদীরা লাল কেল্লায় জোর করে ঢুকে তাণ্ডব চালিয়েছে, খালিস্তানের পতাকা উত্তোলন করেছে। এই দেশের আর কিছু হবে না। কেউ যদি এই দেশকে উন্নতির দিকে এক ধাপ।এগিয়ে নিয়ে যায় তাহলে অন‍্যরা ফের পেছনে টেনে আনে। গোটা বিশ্বের কাছে আমাদের দেশ, আমাদের সংবিধান, সুপ্রিম কোর্ট হাসির পাত্র হয়ে উঠেছে।

কঙ্গনা জোর গলায় দাবি করেন, যারা যারা এই কৃষক আন্দোলনকে সমর্থন করছে সবাইকে ধরে জেলে ঢোকানো হোক। কৃষক আন্দোলনের সমর্থকদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। এখানেই শেষ নয়। প্রিয়াঙ্কা চোপড়া ও দিলজিৎ দোসাঞ্ঝকে কটাক্ষ করে কঙ্গনা জিজ্ঞাসা করেছেন, এমনটাই তাঁরা চেয়েছিলেন কিনা।

এর আগেও দিলজিৎকে কটাক্ষ করে মুখ খোলেন কঙ্গনা। কৃষকদের উসকে দিয়ে বিদেশে ছুটি কাটাতে চলে গিয়েছেন দিলজিৎ, এমনটাই অভিযোগ তোলেন কঙ্গনা। তার পালটাও দেন দিলজিৎ। একটি ভিডিও টুইট করে দিলজিৎ লেখেন, ‘নিজের ব‍্যাপারে এত ভুল ধারনা নিয়ে আপনি রয়েছেন। ভাববেন না আপনি যা করেছেন তা পাঞ্জাবিরা ভুলে গিয়েছে। আপনাকে আমরা শীঘ্রই উত্তর দেব।’

 

View this post on Instagram

 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

সপাটে উত্তর দিতে ছাড়েননি কঙ্গনাও। তিনি লেখেন, ‘সময় বলবে কে কৃষকদের অধিকারের জন‍্য লড়েছে আর কে তাদের বিরুদ্ধে। একশোটা মিথ‍্যে দিয়ে একটা সত‍্যিকে ঢাকা যায় না। কারোর জন‍্য মন থেকে কিছু করলে তাকে কেউ ঘৃণা করতে পারে না। তুমি ভাবছো গোটা পাঞ্জাব আমার বিরুদ্ধে? এত বড় স্বপ্ন দেখো না।’

X