বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) এখন নিজেই টুইটারে যোগ দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়ও থাকেন তিনি। বিভিন্ন বিষয়ে নিজের ব্যক্তিগত মতামত তো বটেই, পরিবারের ছবিও (photo) শেয়ার করেন তিনি মাঝে মাঝে। বেশ ভাইরালও অভিনেত্রীর শেয়ার করা সেই সব ছবি।
সম্প্রতি নিজের মায়ের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে তাঁর মাকে ‘মক্কি কি রোটি’ বানাতে দেখা যাচ্ছে। একেবারে সাধারন ভাবে মাটিতে বসে রান্না করতে দেখা যাচ্ছে অভিনেত্রীর মাকে। তবে গ্যাস ওভেনে নয়, বরং কাঠের উনুনে রান্না করছেন তিনি।
ছবিটি টুইটারে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘থালাইভির শুটিং করতে করতে মায়ের দারুন একটা ছবি পেলাম। মরশুমের প্রথম মক্কি কি রোটি বানাচ্ছে মা। মায়ের আলাদা একটা ছোট উনুন রয়েছে। সেখানে বাড়ির ভুট্টার তৈরি রুটি বানায় মা।’
In the midst of filming Thalaivi just received a delightful picture of mother making season’s first makki ki roti, she has a separate little chulha for authentic smokey taste of chulha rotis from home grown makki ❤️ pic.twitter.com/sq2mUvErYf
— Kangana Ranaut (@KanganaTeam) October 6, 2020
সম্প্রতি ‘থালাইভি’র শুটিংয়ের জন্য দক্ষিণ ভারতে পাড়ি দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। থালাইভির শুটিং সেট থেকে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে ছবির পরিচালক এ এল বিজয়ের সঙ্গে ছবি নিয়ে আলোচনা করতে দেখা গিয়েছে তাঁকে।
Good morning friends, these are some stills from yesterday’s early morning scene discussion with my absolutely talented and most affectionate director A.L Vijay ji, there are many amazing places in this world but the most soothing and comforting to me is a film set #Thalaivi pic.twitter.com/qGjw0nQjRQ
— Kangana Ranaut (@KanganaTeam) October 5, 2020
ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘গতকালের সকালের কিছু ছবি যেখানে আমি আমার প্রতিভাবান ও যত্নবান পরিচালকের সঙ্গে দৃশ্য নিয়ে আলোচনা করছি। এই জগতে অনেক সুন্দর জায়গা রয়েছে কিন্তু আমার কাছে ফিল্ম সেটের থেকে বেশি প্রিয় আর কিছু নেই।’
প্রসঙ্গত, প্রসঙ্গত, শেষবার কঙ্গনাকে দেখা গিয়েছিল রিচা চাড্ডার সঙ্গে পাঙ্গা ছবিতে। এরপর থালাইভি ও তেজস ছবিতে অভিনয় করবেন তিনি। লকডাউনের আগে ‘থালাইভি’ ছবির কাজে ব্যস্ত ছিলেন কঙ্গনা। কিন্তু হঠাৎ করেই লকডাউন ঘোষনা হয়ে যাওয়ায় মাঝপথেই বন্ধ করতে হয় ছবির শুটিং। এবার ফের শুরু হয়েছে শুটিং।