বাংলাহান্ট ডেস্ক: ফের একবার বৃহন্মুম্বই কর্পোরেশনের (BMC) বিরুদ্ধে তোপ দাগলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। তাঁর মুম্বই এর অফিস ভাঙার মামলা লড়ার জন্য জনসাধারনের টাকা ব্যবহার করে আইনজীবী ভাড়া করেছে বিএমসি, এমনই গুরুতর অভিযোগ এনে বিএমসিকে তুলোধনা করেন কঙ্গনা।
সংবাদ সংস্থা মহারাষ্ট্র টাইমস এর একটি প্রতিবেদন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কঙ্গনা। সেখান থেকে জানা যায়, কঙ্গনার বিরুদ্ধে মামলা লড়ার জন্য আইনজীবী আসপি চিনাইকে ৮২ লক্ষ টাকা পারিশ্রমিক দিয়েছেন আদালতে উপস্থিত হওয়ার জন্য।
সম্প্রতি রাজনৈতিক নেতা শরদ যাদব বিএমসিকে খরচ হওয়া অর্থের পরিমাণ জানতে চেয়ে পাঠালে এই পারিশ্রমিকের পরিমাণ জানা যায়। একটি বিবৃতিতে বিএমসি জানায়, ২২ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ২২ লক্ষ ও ৭ অক্টোবর পর্যন্ত ৬০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন ওই আইনজীবী।
টুইটারে বিএমসি তথা শিবসেনার উদ্দেশে তীব্র আক্রমণ শানিয়ে কঙ্গনা লেখেন, ‘অবৈধ ভাবে আমার বাড়ি ভাঙার জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন এখনো পর্যন্ত ৮২ লক্ষ টাকা খরচ করেছে আইনজীবীর পেছনে। পাপার পাপ্পু একজন মহিলাকে উত্যক্ত করার জন্য জনসাধারনের টাকা খরচ করছে। মহারাষ্ট্রের এখন এই অবস্থা। খুবই দুর্ভাগ্যজনক।’
Muncipal Corporation so far spent 82 lakhs on lawyer for illegally demolition of my house, papa’s Pappu spending public money to tease a girl, this is where Maharashtra stands today, very unfortunate. https://t.co/v6gQFJqdvL
— Kangana Ranaut (@KanganaTeam) October 28, 2020
প্রসঙ্গত, অফিস ভেঙে দেওয়ার অভিযোগে বম্বে হাই কোর্টে বিএমসির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন কঙ্গনা রানাওয়াত। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের অভিনেত্রীকে উদ্দেশ্য করে বলা ‘হারামখোর’ কথাটি নিয়েও বিতর্ক চরমে উঠেছিল।
এর আগেও বহুবার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কেন্দ্রীয় সরকারকে সমর্থন করতে দেখা গিয়েছে কঙ্গনাকে। এমনকি নেপথ্যে গেরুয়া শিবিরের শক্তি নিয়েই যে তিনি শিবসেনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন তাও বলছেন অধিকাংশ নেটিজেনই।