‘আমাকে ডাইনির তকমা দেওয়া হয়েছিল’, করন জোহরের ওপর ফের তোপ দাগলেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর (death) পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েটের বিরুদ্ধে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর কথায় এই ইন্ডাস্ট্রিতে একটি গ‍্যাঙ রয়েছে যাদের অঙ্গুলিহেলনে সব কাজ হয় এখানে।
সম্প্রতি ফের কঙ্গনা তোপ দেগেছেন প‍রিচালক তথা প্রযোজক করন জোহরের উদ্দেশে। তিনি জানান, এমন একটা সময় ছিল যখন তিনিও অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং আত্মহত‍্যা করার কথা ভেবেছিলেন।
একটি সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে এআ কথা জানান কঙ্গনা। ঘটনাটা ২০১৬ সালের। অভিনেত্রীর কথায়, ‘আমার ছবি ব্লকবাস্টার হিট হওয়ার পর ১৯টি ব্র‍্যান্ডের সঙ্গে চুক্তি হয় আমার। সেই সময় আমার ২০১৩ সালের প্রাক্তন বয়ফ্রেন্ড আমার বিরুদ্ধে মামলা দায়ের করে। এই ব্র‍্যান্ড গুলির একটা স্বভাব আছে। কোনও তারকার বিরুদ্ধে মামলা দায়ের হলেই তারা নিজেদের চুক্তি ভেঙে দেয়। আমার সঙ্গেও তাই হয়েছিল।’
কঙ্গনা আরও বলেন তাঁকে ‘ডাইনি’র তকমাও দেওয়া হয়েছিল। তিনি বলেন, ‘করন জোহর লন্ডন স্কুল অফ ইকনমিক্সে গিয়ে বলেন কঙ্গনার ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়া উচিত। উনি সবকিছু বন্ধ করে দিলেন আমার। আমি বিয়ে করতে পারছিলাম না। আমার কোনও উজ্জ্বল ভবিষ‍্যৎ ছিল না। আপনাদের মনে হয় না আমার মনেও আত্মহত‍্যা করার চিন্তা এসেছিল?’

KanganaRanaut 0
তিনি আরও বলেন, ‘আমার মতো একজন অভিনেত্রী যার কাছে তিনটি জাতীয় পুরস্কার রয়েছে সে কখনওই করনের মতে ভাল অভিনেত্রী হতে পারে না। ১৮টা ব্র‍্যান্ড আমাকে দু মাসের মধ‍্যে চুক্তি থেকে সরিয়ে দিয়েছিল। আমার আত্মীয়রা তাদের সন্তানদের আমার সঙ্গে দেখা করতে দিত না। আমার ইচ্ছে হত কোথাও নিরুদ্দেশ হয়ে যাই। সুশান্তের সম্পর্কে ওরা কটু কথা বলেছিলেন। বিহার কিকরে ফেরত যেতেন তিনি? ছোট শহরে টাকার গুরুত্বর থেকে বেশি সম্মান বড়।’
এর আগেই কঙ্গনা বলেছেন যে সুশান্তের মৃত‍্যু প্রসঙ্গে যা যা অভিযোগ করেছেন তা প্রমাণ করতে না পারলে পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেবেন তিনি। তিনি বলেন, “আমি যদি এমন কোনও কথা বলে থাকি যা প্রমাণ করতে পারব না বা যার জন‍্য সাধারন মানুষের কোনও সমস‍্যা হবে তাহলে আমি পদ্মশ্রী পুরস্কার ফিরিয়ে দেব। আমি এমনটা বলছি না যে কেউ চেয়েছেন সুশান্তের মৃত‍্যু হোক। কয়েকজন চেয়েছেন তিনি সম্পূর্ণ বরবাদ হয়ে যান।”


Niranjana Nag

সম্পর্কিত খবর