বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে, দায়ের মামলা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ধর্ষণের দায়ে ফাঁসলেন কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) দেহরক্ষী কুমার হেগড়ে (kumar hegre)। ডি এন নগর থানায় তাঁর নামে এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে জোর করে সহবাসের অভিযোগ উঠেছে কঙ্গনার দেহরক্ষীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের ক‍রেছেন বছর ত্রিশের এক মহিলা।

জানা গিয়েছে ওই মহিলা পেশায় বিউটিশিয়ান। তাঁর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে ধর্ষণ করেছেন কুমার হেগড়ে। গত বছরের জুন মাসে ওই মহিলাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এমনকি লিভ ইন সম্পর্কে থাকার প্রস্তাবও দিয়েছিলেন তিনিই। ওই মহিলা বলেন, কুমার হেগড়ের কথায় ভরসা করেই তাঁর সঙ্গে থাকতে রাজি হয়েছিলেন তিনি।


রিপোর্ট অনুযায়ী, একে অপরকে আট বছর ধরে চিনতেন তারা। ওই মহিলা আরো অভিযোগ করেন, তিনি শারীরিক সম্পর্কে রাজি না হলেও তাঁকে জোর করেন কুমার হেগড়ে। এমনকি তাঁর থেকে পঞ্চাশ হাজার টাকাও ধার নিয়েছেন বলে দাবি করেন ওই মহিলা। মায়ের অসুস্থতার কথা জানিয়ে অন‍্য শহরে চলে গিয়েছেন কুমার হেগড়ে। তার পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

মুম্বই পুলিসের মুখপাত্র ডিসিপি চৈতন‍্য এই খবরের সত‍্যতা স্বীকার করেন। তিনি জানান, ডি এন নগর থানায় এফআইআর দায়ের হয়েছে। পুলিস তদন্ত শুরু করেছে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩৭৭ ও ৪২০ ধারায় দায়ের হয়েছে মামলা।
প্রসঙ্গত, অতি সম্প্রতি করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছেন কঙ্গনা। কিন্তু কিভাবে তিনি সুস্থ হলেন তা জানাতে রাজি নন কাউকে। কারণ অভিনেত্রীর বক্তব‍্য, করোনার বিরুদ্ধে খারাপ কিছু বললে কোভিড ফ‍্যান ক্লাবের সদস‍্যরা নাকি ক্ষুব্ধ হতে পারেন। এমন ফ‍্যান ক্লাবের হদিশ নাকি খুঁজে পেয়েছেন তিনি।

করোনা পজিটিভ হওয়ার পরেই সারা বিশ্ব তছনছকারী করোনাকে সাধারন ফ্লু বলেছিলেন কঙ্গনা। সংবাদ মাধ‍্যম একে নিয়ে বেশি মাতামাতি করছে, এমনটাই ছিল অভিনেত্রীর বক্তব‍্য। আর তার জেরেই ব‍্যান হয় কঙ্গনার সেই পোস্ট। এই বিষয়ে বলতে গিয়ে কঙ্গনা বলেন, ‘টুইটারে সন্ত্রাসবাদী ও সাম‍্যবাদীদের সহানুভূতি দেওয়া হয় শুনেছিলাম কিন্তু কোভিড ফ‍্যান ক্লাব, দারুন। দুদিন হয়েছে ইনস্টাতে কিন্তু মনে হয় না এক সপ্তাহও টিকব।’

তাঁর পোস্ট ডিলিট করায় ইনস্টাগ্রাম কর্তৃপক্ষকে তুলোধনা করেছেন কঙ্গনা। তাঁর মতে, ইনস্টাগ্রাম অত‍্যন্ত আত্মকেন্দ্রিক একটি প্ল‍্যাটফর্ম। কোনোদিনই ইনস্টাগ্রাম পছন্দ ছিল না তাঁর। এখানেও যদি তিনি ব‍্যান হয়ে যায় তাহলে সেটা গর্ব হিসাবেই নেবেন বলে মন্তব‍্য করেন কঙ্গনা।

সম্পর্কিত খবর

X