বাংলাহান্ট ডেস্ক: করোনা আক্রান্ত বলিউডের (bollywood) জনপ্রিয় গায়িকা কনিকা কাপুর (Kanika Kapoor)। উত্তর প্রদেশের চারজন করোনা আক্রান্তের মধ্যে তিনি একজন। সম্প্রতি তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর এমনটাই রিপোর্ট দিয়েছেন চিকিৎসকরা। কিছু্দিন আগেই লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। কিন্তু এই খবরটা সম্পূর্ণ গোপন করে গিয়েছিলেন তিনি। কোনও পরীক্ষাও করাননি। উপরন্তু জানা গিয়েছে দেশে ফেরার পর তিন তিনটি পার্টিতেও উপস্থিত ছিলেন কনিকা। লখনউয়ের কিং জর্জস মেডিকাল ইউনিভার্সিটিতে ভর্তি রয়েছেন তিনি।
সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছুদিন লন্ডনে ছিলেন কনিকা। গত সপ্তাহে দেশে ফিরে আসেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষকে নিজের ভ্রমণ বৃত্তান্ত জানাননি গায়িকা। জানা যায়, স্বাস্থ্য পরীক্ষাও এড়িয়ে যান তিনি। তারপর লখনউতে একটি পাঁচতারা হোটেলে বন্ধু বান্ধবদের জন্য একটি রাজকীয় পার্টিরও আয়োজন করেন কনিকা। শুধু এই একটি পার্টি নয়, আরও দু দুটি পার্টিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা ও অন্যান্য হেভিওয়েট ব্যক্তিদের সংস্পর্শে আসেন তিনি।
এবার ফের একটি খবরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন মহলে। জানা গিয়েছে, দেশে ফেরার পর যাদের সঙ্গে পাঁচতারা হোটেলে পার্টি করেছিলেন কনিকা তাদের মধ্যে ওজশ দেশাই নামে এক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরপর তিনদিন কনিকা কাপুরের সঙ্গে পার্টিতে ছিলেন ওই ব্যক্তি। কিন্তু তারপর হঠাৎ করেই তিনি বেপাত্তা হয়ে যান। গায়িকা করোনা আক্রান্ত হওয়ার পরেই তাঁর চেনা পরিচিত ব্যক্তিদের খোঁজ চালাচ্ছে পুলিস। স্থানীয় স্বাস্থ্য আধিকারিক ও পুলিস প্রশাসনের তরফে খোঁজ চালানো হচ্ছে ওই ব্যক্তির। তবে এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, যোগী আদিত্য নাথ সরকারের পুলিস কনিকা কাপুরের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করেছেন। নিজেই টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে ঠিকঠাক ডাক্তারের পরামর্শ মেনে চললে করোনা নিয়ে ভীত হওয়ার কোনও প্রয়োজন নেই, একথাও জানিয়েছেন কনিকা কাপুর।