বাংলাহান্ট ডেস্ক: স্টার্টআপদের জন্য বিখ্যাত রিয়ালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’-র পঞ্চম সিজন শুরু হচ্ছে ৫ জানুয়ারি থেকে। এই সিজনের প্রধান আকর্ষণ হল বিচারক প্যানেলে আমূল পরিবর্তন; মোট নয়জন শার্কের মধ্যে ছয়জনই হচ্ছেন নতুন মুখ। তবে এই মূহুর্তে সবচেয়ে আলোচ্য বিষয় হল জেটসেটগোর প্রতিষ্ঠাতা কণিকা টেকরিওয়ালের সাফল্যের গল্প (Success Story)। ব্যক্তিগত বিমান চার্টার ব্যবসায় বিপ্লব এনেছেন তিনি। শার্ক ট্যাঙ্কের মঞ্চে তাঁর উপস্থিতি নতুন উদ্যোক্তাদের জন্য বিশেষভাবে অনুপ্রেরণাদায়ী হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।
কণিকা টেকরিওয়ালের অনন্য সাফল্যের কাহিনি (Success Story):
কণিকা টেকরিওয়ালের জীবনগাথা অদম্য সংকল্পের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ছোটবেলা থেকেই আকাশপথে ওড়ার নেশা থাকলেও মারোয়ারি পরিবারের রক্ষণশীলতার কারণে পাইলট হওয়ার স্বপ্নকে দমিয়ে রাখতে হয়েছিল। পরিবারের তরফে “তুমি কি ড্রাইভার হবে?” – এধরনের মন্তব্য তাঁকে ভিন্ন পথ দেখায়। স্বপ্ন পূরণ না হলেও বিমান জগতের সঙ্গেই থেকে যাওয়ার দৃঢ় সিদ্ধান্ত থেকে জন্ম নেয় জেটসেটগো, যা ভারতের প্রথম স্বচ্ছ বেসরকারি বিমান চলাচল বাজার।
২০১৪ সালে মাত্র একুশ বছর বয়সে মাত্র ৫,৬০০ টাকা সঞ্চয় থেকে যাত্রা শুরু করা জেটসেটগোর বর্তমান মূল্যায়ন চারশো কুড়ি কোটিরও বেশি টাকা। আজ কোম্পানির বহরে রয়েছে নয়টি ব্যক্তিগত জেট ও দুটি হেলিকপ্টার, যা এটিকে দেশের বৃহত্তম প্রাইভেট জেট ফ্লিটের অন্যতম করে তুলেছে। এ পর্যন্ত তারা এক লাখেরও বেশি যাত্রীকে পরিষেবা দিয়েছে ও ছয় হাজার ফ্লাইট পরিচালনা করেছে। এই অসামান্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ ২০২১ সালে কণিকা হুরুন রিচ উইমেন লিস্টে সবচেয়ে কমবয়সী ধনী নারীদের একজন হন।
এই সাফল্যের পথ মসৃণ ছিল না। পুরুষ-প্রধান বিমান শিল্পে তরুণী উদ্যোক্তা হিসেবে তাঁকে প্রায়শই অবজ্ঞার শিকার হতে হয়েছে। বিমানবন্দরে গেলে তাঁকে প্রায়ই কেবিন ক্রু ভেবে ভুল করা হত। কিন্তু এসব বাধা তাঁকে দমাতে পারেনি। তাঁর লক্ষ্য ছিল আকাশে উবার-মডেলের একটি পরিষেবা গড়ে তোলা, যেখানে ব্যক্তিগত জেট ভাড়া করা সহজ ও স্বচ্ছ হবে। এখন জেটসেটগো শুধু চার্টারিং নয়, বিমান ব্যবস্থাপনা, মালিকানা পরামর্শ ও সদস্যপদ ভিত্তিক পরিষেবাও দিয়ে থাকে।

আরও পড়ুন: হঠাৎ বড় সিদ্ধান্ত, রাজ্যের ১০ লক্ষ সরকারি কর্মচারীর জন্য জারি নির্দেশ
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার এই নতুন সিজনে কণিকা টেকরিওয়ালের আসন গ্রহণ নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। তাঁর যাত্রা বিশেষ করে তরুণী ও নারী উদ্যোক্তাদের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে। শোটি আগামী দিনগুলোতে দর্শকদের সামনে উপস্থাপন করবে নতুন ধারণা, নতুন স্বপ্ন এবং সম্ভাবনাময় নতুন স্টার্টআপের গল্প, যেখানে কণিকার মতো শার্কদের অভিজ্ঞতা ও বিনিয়োগ পথ দেখাবে ভবিষ্যতের উদ্যোগীদের।












