ফুটপাথে হাঁটা দম্পতিকে গাড়ির ধাক্কা, মৃত্যু মহিলার! জনপ্রিয় অভিনেতাকে গ্রেফতার করল পুলিশ

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বেপড়য়া ভাবে গাড়ি চালানোর জেরে প্রায় দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসতেই থাকে। বারবার সতর্ক করা হলেও বহু ক্ষেত্রেই দেখা যায় তাবড় তাবড় ব্যক্তিত্বরাও বিশেষ একটা গুরুত্ব দেন না। এবার তেমনই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল বেঙ্গালুরুতে। আর সেই দুর্ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন বিখ্যাত দক্ষিণী অভিনেতা নাগাভূষণ।

জানা গিয়েছে, বেঙ্গালুরুতেই এক দম্পতিকে এই কন্নড় অভিনেতার গাড়ি ধাক্কা মারে। মুহূর্তের মধ্যেই মৃত্যু ঘটে ওই মহিলার। নাগাভূষণ অবশ্য নিজেই দম্পতিকে হাসপাতালে নিয়ে যান। ইতিমধ্যেই, বেঙ্গালুরুর কুমারস্বামী ট্রাফিক থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকেই দায়ী করা হয়েছে।

আরোও পড়ুন : পুজোর মাসে এই দিনগুলোতে বন্ধ মদের দোকান! ঝক্কি এড়াতে আগেই দেখে নিন তালিকা

সূত্রের খবর, প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ৯.৪৫ মিনিট নাগাদ। সেইসময় অভিনেতা উত্তরহল্লি থেকে কোনানকুন্তে যাচ্ছিলেন। এদিকে, বসন্তপুর প্রধান সড়কের ফুটপাথে হাঁটছিলেন ওই দম্পতি। ঠিক তখনই অভিনেতার গাড়ির সঙ্গে দম্পতির ধাক্কা লাগে। প্রেমা নামক মৃতা মহিলার বয়স ৪৮ বছর অন্যদিকে কৃষ্ণ নামের ওই ভদ্রলোকের বয়স ৫৮ বছর।

nagabhushana arrest 104082427

ওই ভদ্রলোকের দুটো পা, মাথা এবং পেটেও আঘাত লেগেছিল। যদিও নাগাভূষণের দাবি, এই দম্পতি হঠাৎ করে ফুটপাত ছেড়ে রাস্তায় চলে যাওয়ায় দুর্ঘটনা ঘটে। মিডিয়া রিপোর্ট অনুসারে নাগাভূষণের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি ওঠে চারিদিক থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি টাগারু পাল্যা ছবিতে অভিনয় করেছিলেন এই জনপ্রিয় কন্নড় অভিনেতা।

 

 

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X