টাকার গরমে ওর অহংকার বেড়েছে! এই ভারতীয় তারকাকে উদ্দেশ্য করে বোমা ফাটালেন কপিল দেব!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ যত দিন যাচ্ছে ভারতীয় ক্রিকেট দলকে (Indian Cricket Team) নিয়ে সাধারণ ক্রিকেট সমর্থকদের মধ্যে একটা অসন্তুষ্টি আসছে। বিরাট কোহলি বা রোহিত শর্মাদের অন্ধ ভক্তদের যদি এই ভারতীয় সমর্থকদের জায়গা থেকে বাদ দিয়ে দেওয়া হয় তাহলে দেখা যাবে যারা শুধুমাত্র ভারতীয় দলের সমর্থক তারা একাধিক ক্রিকেটারের ওপর বেশ বিরক্ত। একের পর এক বড় টুর্নামেন্টের শুধুমাত্র হতাশাই হাতে থাকছে তাও যেন তাদের মধ্যে কোনও দৃঢ় সংকল্প নেওয়ার ইচ্ছা দেখা যাচ্ছে না।

এবার এই বিষয়ে মুখ খুলেছেন ভারতকে ইতিহাসের প্রথম বিশ্বকাপ জেতানো ভারতীয় অধিনায়ক কপিল দেব। অতীতে তিনি একাধিকবার এখনকার ক্রিকেটারদের সম্পর্কে ইতিবাচক এবং নেতিবাচক মন্তব্য করে শিরোনামে এসেছিলেন। বিরাট কোহলি বা রোহিত শর্মার সমর্থকরা বারংবার তাকে ব্যক্তিগত আক্রমণ করেছেন নিজেদের প্রিয় নায়কদের সমালোচনা করার জন্য।

kapil team india

কপিল দেব এখনকার ভারতীয় ক্রিকেটারদের আচরণ সংক্রান্ত বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন যে তিনি মনে করেন যে এখনকার ক্রিকেটাররা তাদের সময়ের চেয়ে অনেক বেশি অর্থ রোজগার করে থাকেন। ক্রিকেটটাই এখন শুধু তাদের অর্থ রোজগারের জায়গা নয়। টানা দু তিন বছর ভালো খেললেই তাদের হাতে এমন অনেক রাস্তা চলে আসে, যেখান থেকে সারাজীবন শান্তিতে কাটানোর মতো অর্থ হাতে চলে আসে।

এই ব্যাপারে কথা বলতে গিয়ে কপিল বলেছেন, “আমার মনে হয় পুরো ব্যাপারটাই টাকার গরমের। অতিরিক্ত অর্থ অনেক সময় আপনাকে অহংকারী করে তোলে। এই ক্রিকেটাররা মনে করেন যে তারা সমস্ত কিছুর জেনে গিয়েছেন এবং তাদের চেয়ে ভালো করে কেউ খেলার বিষয় বোঝে না।”

এর আগে বীরেন্দ্র সেওবাগ ও সুনীল গাভাস্কার দুজনেই কিছু তরুণ ক্রিকেটারদের নাম উল্লেখ করে অভিযোগ জানিয়েছিলেন যে একসঙ্গে বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে তাদেরকে কাছে পেয়েও ক্রিকেট সংক্রান্ত কোনো আলোচনা করার ইচ্ছা দেখা যায়নি সেই তথাকথিত তরুণ প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। ভারতের হাতে এখন ক্রিকেটের পেছনে খরচ করার মতো অর্থ এবং সংগঠিত পরিকাঠামো থাকলেও বড় মঞ্চে সাফল্যের বিষয় অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দলগুলি থেকে তারা অনেক পিছিয়ে রয়েছে।

 

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর