বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব (Kopil Dev) বেঁছে নিলেন ভারতের সর্বকালের সেরা একাদশ। সম্প্রতি বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়ার শো “নো ফিল্টার নেহা” তে গিয়ে নেহা ধুপিয়ার সঙ্গে কথাবার্তা বলার সময় হঠাই কপিল দেবকে ভারতের সেরা একাদশ বেঁছে নেওয়ার জন্য বলা হয়। তখনই কপিল দেব বেঁছে নেন ভারতের সেরা একাদশ।
তবে কপিল দেব ভারতের সর্বকালের সেরা একাদশে নিজেকেও রাখেন নি। সেই সঙ্গে নিজের পছন্দের সেরা একাদশে রাখেন নি সুনীল গাভাস্কারের মত কিংবদন্তিকেও। এছাড়াও কপিল দেবের সেরা একাদশে সুযোগ পান নি ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। সুযোগ পান নি বর্তমানে ভারতীয় সীমিত ওভারের ক্রিকেটের সহ-অধিনায়ক রোহিত শর্মাও।
এক নজরে দেখে নেওয়া যাক রোহিত শর্মার সর্বকালের সেরা ভারতীয় একাদশ:
শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেওয়াগ, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং, এম এস ধোনি, জাভাগল শ্রীনাথ, জাহির খান, অনিল কুম্বলে, হরভজন সিং ও যাসস্প্রীত বুমরাহ।