কপিল দেব জানিয়ে দিলেন আইপিএলে ধোনির প্রত্যাবর্তন নিয়ে আমি বিন্দুমাত্র উচ্ছ্বসিত নই।

দীর্ঘদিন ধরে ক্রিকেটের বাইরে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারত ঘরে এবং বিদেশে অনেক গুলি সিরিজ খেলে ফেলল কিন্তু সেই সকল সিরিজে অংশগ্রহণ করেননি ধোনি। আর সেই কারণে বিসিসিআই তাদের সেন্ট্রাল কন্ট্রাক্ট থেকে বাদ দিয়ে দিয়েছেন ধোনিকে। তবে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে দিয়েছেন যদি আইপিএলে চেন্নাইয়ের হয়ে ধোনি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে ফের জাতীয় দলের দরজা খুলে যেতে পারে ধোনির জন্য। তবে শাস্ত্রী যাই বলুক না কেন আইপিএলে ধোনির প্রত্যাবর্তন নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে রাজি নন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। যদিও এই মুহূর্তে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী ধোনির পরিবর্তনের দিকে তাকিয়ে রয়েছেন, তবুও ধোনিকে নিয়ে কিছু ভাবতে চাইছেন না বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল দেব।

কপিল দেব জানিয়েছেন এই মুহূর্তে আমি ধোনির প্রত্যাবর্তন নিয়ে একেবারে উচ্চসিত নয় বরং ধোনির চেয়ে আমার বেশি নজর থাকবে দেশের তরুণ প্রতিবাদের ওপর, যারা পরবর্তী দশ বছরে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারবেন। কপিল দেব বলেছেন আইপিএল হল এমন একটা মঞ্চ যেখান থেকে দেশের তরুণ প্রতিভারা উঠে আসে। সেই কারণে এবারের আইপিএলে আমার নজর থাকবে তাদের উপর। এর পেছনে কপিল দেব যুক্তি দিয়েছেন ইতিমধ্যেই ধোনি তার ক্যারিয়ারের একেবারে শেষ লগ্নে দাঁড়িয়ে আছেন, ধোনির দেশের জন্য অনেক কিছু করেছেন তবে এই মুহূর্তে ধোনির থেকে বেশি নজর দেওয়া দরকার নতুন প্রতিভাদের দিকে। যারা পরবর্তী প্রজন্মে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

1 16a08506319.2276893 3231327826 16a08506319 medium 1

দীর্ঘদিন ধরে ধোনি ভারতীয় ক্রিকেট দলের বাইরে রয়েছেন। সেই বিশ্বকাপের সেমিফাইনাল তারপর একেবারে আইপিএলে নামছেন ধোনি। অনেকেই মনে করছেন আইপিএলে যদি ধোনি ভালো পারফরম্যান্স করতে পারেন তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবেন। এই প্রসঙ্গে কপিল দেব বলেছেন ধোনির ভক্ত হিসেবে আমি অবশ্যই চাইব ধোনি ভারতীয় দলে সুযোগ পাক, কিন্তু দীর্ঘদিন ভারতের হয়ে না খেলে ধোনি কিভাবে একেবারে বিশ্বকাপে সুযোগ পাবেন এই ব্যাপারে সিদ্ধান্ত আমি পুরোপুরি ভাবে ছেড়ে দিতে চাইছি টিম ম্যানেজমেন্ট এর উপর।


Udayan Biswas

সম্পর্কিত খবর