বাংলাহান্ট ডেস্ক : এই নিয়ে পরপর তিন বার। কানাডায় কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফেতে ফের হামলা। ক্যাফের বাইরে অন্তত তিন রাউন্ড গুলি চলে বলে খবর। এবারের ঘটনার দায় স্বীকার করেছে কুখ্যাত বিষ্ণোই গ্যাং। ইতিমধ্যেই হামলার ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পরপর দুবার এমন ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং বলিউড ইন্ডাস্ট্রিতেও।
ফের হামলা কপিল শর্মার (Kapil Sharma) ক্যাফেতে
সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতবহ বার্তা দিয়ে এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। ওই গ্যাংয়ের সদস্য গোল্ডি ধিলোঁ এবং কুলবীর সিধু এই ঘটনার দায় স্বীকার করেছে। এর আগেও দুবার হামলার মুখে পড়েছে কপিলের (Kapil Sharma) ক্যাফে। প্রথম বার ক্যাফে খোলার পর জুলাই মাসে হয় হামলা। সে সময়ে জানা গিয়েছিল, বব্বর খালসা ইন্টারন্যাশনাল গোষ্ঠীর সঙ্গে যুক্ত লাড্ডি গ্যাং হামলা চালিয়েছিল ক্যাফেতে।
দ্বিতীয় বার হামলা খলিস্তানিদের: পরে ক্যাফে নতুন করে খুলতে না খুলতেই ফের হামলার ঘটনা ঘটে। অগাস্ট মাসে কপিলের (Kapil Sharma) ক্যাফেকে নিশানা করে খলিস্তানি জঙ্গিরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় ক্যাফের কাঁচের দেওয়াল। আর এবার ফের তৃতীয় বার আক্রান্ত কপিলের (Kapil Sharma) ক্যাফে।
আরও পড়ুন : লম্বা ৮ বছরের বিরতি, সমাজ বদলের গল্প নিয়ে জলসার নতুন সিরিয়ালে ফিরছেন এই অভিনেত্রী
শুরু হয়েছে তদন্ত: বারংবার হামলার ঘটনা ঘটায় স্বাভাবিক ভাবেই ছড়িয়েছে আতঙ্ক। এই ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
আরও পড়ুন : ১২৪০০ কোটির সম্পত্তি, তবুও কেন পানমশলার বিজ্ঞাপন করেন? কী যুক্তি শাহরুখের?
প্রসঙ্গত, ক্যাফেতে প্রথম বার হামলার পর খলিস্তানি জঙ্গি সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ এর তরফে হুমকি দেওয়া হয় কপিলকে। একটি ভিডিও প্রকাশ করে কপিলকে (Kapil Sharma) হুঁশিয়ারি দেওয়া হয় এই সংগঠনের তরফে। সাম্প্রতিক হামলার ঘটনা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি কপিল শর্মা।