বাংলাহান্ট ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) মুক্তি পেয়েছে কয়েক মাস আগে। কিন্তু এখনো ছবিটি নিয়ে চর্চা বন্ধ হয়নি নেটপাড়ায়। বিশেষ করে কামাল আর খান কার্যত হাত ধুয়ে পড়ে রয়েছেন প্রযোজক করন জোহরের (Karan Johar) পেছনে। ব্রহ্মাস্ত্র ফ্লপ হওয়া নিয়ে একের পর এক কটাক্ষ শানিয়েছেন কেআরকে। এবার আবারো এক বিষ্ফোরক দাবি করেছেন তিনি।
সাম্প্রতিক একটি টুইটে কেআরকে বলেন, ব্রহ্মাস্ত্র ফ্লপ হওয়ার পর প্রযোজক করন নাকি আত্মহত্যা করতে গিয়েছিলেন। ব্রহ্মাস্ত্রর পেছনে একটা বড় অঙ্কের টাকা খরচ করায় রীতিমতো দেনায় ডুবে গিয়েছিলেন করন। আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। শেষমেষ তাঁকে বাঁচান মুকেশ অম্বানি।
টুইটে কেআরকে লিখেছেন, ‘সূত্রের খবর অনুযায়ী, কিছুদিন আগে নিজের বাড়িতে আত্মহত্যার চেষ্টা করে একটা নাটক করেছিলেন। কারণ ব্রহ্মাস্ত্র বড়সড় ক্ষতির সম্মুখীন হয়। তারপর মুকেশ অম্বানি ৩০০ কোটি টাকা ধার দেন তাঁকে। এখন প্রশ্ন হচ্ছে, করন কেন বলছেন না যে ব্রহ্মাস্ত্র ফ্লপ হওয়ায় তিনি সর্বস্বান্ত হয়ে গিয়েছেন?’
গত সেপ্টেম্বর মাসে মুক্তি পায় বহু প্রতীক্ষিত ছবি ব্রহ্মাস্ত্র। এই ছবিতেই প্রথম একসঙ্গে জুটি বাঁধেন বাস্তবের কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। ব্রহ্মাস্ত্র ট্রিলজির পরিচালকের ভূমিকায় রয়েছেন অয়ন মুখোপাধ্যায়। ট্রিলজির প্রথম পার্ট ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১: শিবা’ মুক্তি পেয়েছে মাস তিনেক আগে।
https://twitter.com/kamaalrkhan/status/1598668008318447617?t=7MhR6sQHoaj8w6ef-qqb_Q&s=19
বয়কটের ডাক তীব্র হলেও বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি ছবিটি। রণবীর আলিয়া ছাড়াও ছবিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি এবং একটি ক্যামিও চরিত্রে শাহরুখ খানকে। শোনা যাচ্ছে, দ্বিতীয় ছবিতে থাকছেন রণবীর সিং।
পাশাপাশি এক দক্ষিণী অভিনেতাকেও ছবিতে দেখা যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। তবে নির্মাতারা এখনো ঝেড়ে কাশেননি কিছুই। এখনো দ্বিতীয় অংশের শুটিং শুরু হওয়ার ব্যাপারেও কিছু জানা যায়নি।