সোশ‍্যাল মিডিয়ার সমালোচনায় বিপাকে করন, তড়িঘড়ি বদলালেন ফোন নম্বর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর (death) পর বলিউড (bollywood) ইন্ডাস্ট্রির নানা লুকনো দিক প্রকাশ‍্যে এসেছে। ইন্ডাস্ট্রির নেপোটিজম, ‘বুলিং’ এইসব বিষয় চর্চায় উঠে এসেছে। বহু তারকাই মুখ খুলেছেন বিষয়গুলি নিয়ে। অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত, পরিচালক অভিনব সিং কাশ‍্যপ সোশ‍্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিয়েছেন।
পরিচালক করন জোহর (karan johar), সলমন খান সহ বহু তারকার ওপর সুশান্ত অনুরাগী সহ নেটজনতার আক্রোশ গিয়ে পড়েছে। প্রতিনিয়ত সোশ‍্যাল মিডিয়ায় সমালোচনা ও ক্ষোভের সম্মুখীন হওয়ায় এবার করন নিজের ফোন নম্বর বদলে ফেলেছেন বলে জানা গিয়েছে। সংবাদ মাধ‍্যম সূত্রে জানা গিয়েছে এই তথ‍্য। সেই সঙ্গে টুইটারের ফলোয়িং তালিকা থেকেও ছেঁটে ফেলেছেন বহু ঘনিষ্ঠ তারকাকে।

অভিনেতার মৃত‍্যুর পরেই তোলপাড় শুরু হয় সোশ‍্যাল মিডিয়ায়। শোকপ্রকাশ করেন প্রযোজক পরিচালক করণ জোহর। সুশান্তের মৃত‍্যুর জন‍্য তিনি নিজেকেই দায়ী করছেন বলে জানান তিনি। গত এক বছর অভিনেতার সঙ্গে সম্পর্ক রাখেননি তিনি। জানা যায়, ড্রাইভ ওয়েব সিরিজের ব‍্যর্থতার পরেই সুশান্তের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন করণ।


ড্রাইভ সিরিজটি প্রযোজনা করেছিলেন করন জোহর। প্রথমে বড়পর্দাতেই মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু জানা যায়, ১-২ বছর মুক্তি আটকে রাখার পর বড়পর্দার জায়গায় নেটফ্লিক্সে মুক্তি পায় এই ছবি। একদমই সাফল‍্যের মুখ দেখেনি এই ছবি। এরপরেই করন সম্পর্ক ভাঙেন সুশান্তের সঙ্গে। এখন হঠাৎ করে নম্বর বদলে ফেলার ঘটনাও ভাবাচ্ছে অনেককে।
নিজের টুইটার হ‍্যান্ডেল থেকেও হু তারকাকে আনফলো করেছেন করন। তাঁর ফলোয়িং তালিকায় এখন রয়েছে মোট আটজন ব‍্যক্তি। তার মধ‍্যে কয়েকটি প্রযোজনা সংস্থা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কয়েকজন তারকা রয়েছেন। আলিয়া ভাট, কাজল, বরুন ধাওয়ান, সলমন খান সহ বেশিরভাগ তারকাকেই আনফলো করে দিয়েছেন পরিচালক।

সম্পর্কিত খবর

X