“আমি কি এতই বোকা সেই ভিডিয়ো পোস্ট করতাম” বললেন কর্ণ জোহর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কিছু দিন আগেই কর্ণ জোহরের হাউস পার্টিতে মাদক দ্রব্যের ব্যবহার নিয়ে অভিযোগ করেছিলেন অকালি দলের বিধায়ক মনজিন্দর সিংহ শিরসা। সেই পার্টিতে উপস্থিত ছিলেন রণবীর কপূর, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ন, অর্জুন কপূর, ভিকি কৌশলের মতো  তারকারা। সে প্রসঙ্গে এত দিনে মুখ খুললেন কর্ণ জোহর।তিনি প্রশ্ন তুললেন,”ওই রাতে সারা সপ্তাহের খাটনির পরে সকলে মিলে সময় কাটাচ্ছিলাম। খাওয়াদাওয়া, খোশ গল্প হচ্ছিল। যদি অন্য কিছু হত, আমি কি এতই বোকা সেই ভিডিয়ো পোস্ট করতাম?”

ভিকি কৌশলের মাদক দ্রব্য ব্যবহার প্রসঙ্গে কর্ণের বললেন,”নাক পরিষ্কার করাও এখন অপরাধ। আলোর ছায়া পড়লে সেটাকে পাউডার ভাবা হয়। ডেঙ্গি জ্বর থেকে সবে উঠেছে ভিকি। ও লেবু-জল খাচ্ছিল। ভিডিয়ো তোলার পাঁচ মিনিট আগে আমার মা এসেও বসেছিল ওই আড্ডায়”।

X