মায়ের থেকে মাসির দরদ বেশি! আরিয়ানের গ্রেফতারির খবর পেয়েই মুম্বই ছুটে এলেন ‘বাবা’ করন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাদক কাণ্ডে হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হয়েছে ছেলে আরিয়ান (aryan khan)। বাবা কি দূরে বসে থাকতে পারে? খবর পেতেই তাই ছুটে মুম্বই চলে এলেন বাবা। না, এখানে শাহরুখ খানের কথা বলা হচ্ছে না। আরিয়ানের গ্রেফতার হওয়ার খবর পেয়েই তড়িঘড়ি মুম্বই ছুটে এসেছেন ‘বাবা’ করন জোহর (karan johar)।

বিদেশে কাজে ব‍্যস্ত ছিলেন করন। কিন্তু আরিয়ানের গ্রেফতারির খবর পেতেই সমস্ত কাজ ফেলে তড়িঘড়ি মুম্বই উড়ে এলেন বলিউডের এই প্রখ‍্যাত পরিচালক প্রযোজক। মুম্বই বিমানবন্দরে বন্ধু জনপ্রিয় ফ‍্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সঙ্গে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন করন। কিন্তু তাদের কোনো প্রশ্নেরই উত্তর দেননি কেউ।


আরিয়ানকে নিজের ছেলের মতোই মনে করেন করন। তাঁকে জন্মাতে দেখেছেন তিনি। ছোট থেকে আরিয়ানকে কোলে পিঠে করে মানুষ করেছেন। শাহরুখ পুত্রের সমস্ত গোপন তথ‍্যও নাকি করনের কাছে গচ্ছিত রয়েছে। ছেলের এমন বিপদে আর বিদেশে মন টেকেনি করনের। শোনা যাচ্ছে, এতদিন ধরে প্রতিনিয়ত ফোনে যোগাযোগ করেছেন খান পরিবারের সঙ্গে। শেষমেষ শাহরুখ ও আরিয়ানের পাশে দাঁড়াতে নিজেই ছুটে এসেছেন করন।

করনের সঙ্গে শাহরুখের ঘনিষ্ঠতার কথা কারোর অজানা নয়। দুজনে একই সঙ্গে পা রেখেছিলেন ইন্ডাস্ট্রিতে‌। সে সময় টুকটাক অভিনয়ও করতেন করন। মাঝে অবশ‍্য দুজনের মধ‍্যে মনোমালিন‍্যের জেরে মুখ দেখাদেখি বন্ধ ছিল। কিন্তু গৌরি খান ও ছেলেমেয়েদের সঙ্গে কথাবার্তা বন্ধ করেননি প‍রিচালক। অপরদিকে সাম্প্রতিক পাওয়া রিপোর্ট অনুযায়ী, নিরাপত্তার খাতিরে ইন্ডাস্ট্রির কাউকে মন্নতে আসতে বারন করেছেন শাহরুখ।


আরিয়ানের গ্রেফতার হওয়ার দিনই পুরনো বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে এসেছিলেন সলমন খান। নিজের বিলাসবহুল গাড়ি নিয়ে মন্নতে এসে পৌঁছান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর গাড়ি ঘিরে ধরে পাপারাৎজি। গাড়ির সামনের সিটে বসেই হাত দিয়ে ইশারা করে তাঁর গাড়িকে যাওয়ার জায়গা করে দিতে বলতে দেখা যায় সলমনকে।

একটা সময় শাহরুখ সলমন ঘোর শত্রু হয়ে উঠেছিলেন একে অপরের। তবে অনেকদিন হয়ে গিয়েছে সমস্ত মনোমালিন‍্য মিটিয়ে ফেলে ফের বন্ধু হয়ে গিয়েছেন তাঁরা। একে অপরের আগামী ছবিতে ক‍্যামিও চরিত্রে অভিনয়ও করছেন তাঁরা। তাই দীর্ঘদিনের বন্ধুর এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়ে সাহস যোগানোটাই উচিত বলে মনে করেছেন সলমন।

X