‘আমি শোকস্তব্ধ, শ্বাস নিতে পারছি না’, সিদ্ধার্থের শ্রদ্ধাঞ্জলিতে করনের ‘নাটক’ দেখে ক্ষুব্ধ নেটিজেনরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: দিন কয়েক আগেই এসেছিল সেই হৃদয়বিদারক খবর। প্রয়াত হয়েছেন অভিনেতা তথা বিগ বসের বিজেতা সিদ্ধার্থ শুক্লা (siddharth shukla)। মাত্র ৪০ বছর বয়সে তাঁর চলে যাওয়াটা মেনে নিতে পারেনি অনেকেই। বিগ বস থেকেই জনপ্রিয়তার চূড়ায় উঠেছিলেন সিদ্ধার্থ। এদিন বিগ বস OTT র ঘরে চোখে জল নিয়ে প্রয়াত অভিনেতাকে স্মরণ করলেন সঞ্চালক করন জোহর (karan johar)।

শোয়ের সাম্প্রতিক এপিসোডের শুরুতেই দেখা যায়, বিগ বসে সিদ্ধার্থের সফর নিয়ে তৈরি একটি ভিডিওর মাধ‍্যমে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন করন। তিনি বলেন, ‘সিদ্ধার্থ শুক্লা এমন একটি নাম, এমন একটি মুখ যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। বিগ বস পরিবারের একজন প্রিয় সদস‍্য তিনি। শুধু আমার না, ইন্ডাস্ট্রির অগণিত মানুষের ভাল বন্ধু ছিলেন সিদ্ধার্থ। ও আমাদের ছেড়ে চলে গিয়েছে, এটা এখনো আমাদের বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।’


এখানেই না থেমে সঞ্চালক আরো বলেন, ‘আমি বাকরুদ্ধ, নিশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সিড একজন ভাল সন্তান, ভাল বন্ধু এবং অসাধারন একটা মানুষ। তাঁর ইতিবাচক মনোভাব ও মুখের হাসি লক্ষ লক্ষ মানুষের মন জিতে নিয়েছিল। তিনি যে কতটা জনপ্রিয় ছিলেন তাঁর লক্ষ লক্ষ অনুরাগীই প্রমাণ। তোমাকে মিস করব আমরা সিদ্ধার্থ শুক্লা। আমাদের সকলের মনের জোর চাই শো এগিয়ে নিয়ে যাওয়ার জন‍্য। এমনকি সিডও নিশ্চয়ই চাইত শো এগিয়ে চলুক।’ কথার মাঝে চোখের জল চাপতেও দেখা যায় করনকে।

https://www.instagram.com/tv/CTcVkO7BsRP/?utm_medium=copy_link

ভিডিওটি সোশ‍্যাল মিডিয়ায় প্রকাশ‍্যে আসতেই করনকে ট্রোল শুরু করেছে নেটপাড়ার একাংশ। কারোর বক্তব‍্য, পুরো বিষয়টাই খুব নকল মনে হচ্ছে। মন থেকে করলে আরো ভাল হত। আবার আরেকজন লিখেছেন, যারা করনের কথা শুনে বিশ্বাস করছেন যে তিনি শ্বাস নিতে পারছেন না বা শোকস্তব্ধ তারা ভুল করছেন। সবকিছুই এখানে মেন্টাল ড্রামা। আবার কয়েকজন সিদ্ধার্থকে এই শ্রদ্ধার জন‍্য ধন‍্যবাদ দিয়েছেন করনকে।


গত ২ রা সেপ্টেম্বর সিদ্ধার্থের মৃত‍্যুর খবর প্রকাশ‍্যে আসে। প্রাথমিক ভাবে চিকিৎসকদের অনুমান হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত‍্যু হয়েছে তাঁর। বিগ বস ১৩ র বিজেতা ছিলেন সিদ্ধার্থ। শো কে দারুন টিআরপি দিয়েছিলেন তিনি। আগেই সোশ‍্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে করন লিখেছিলেন সিদ্ধার্থের উদার মানসিকতা এবং মিষ্টি হাসি সবসময় মিস করবেন তিনি।

X