বাংলাহান্ট ডেস্ক: কোনো না কোনো কারণে ঠিক বিতর্কে জড়িয়ে পড়েন করন জোহর (karan johar)। গত বছরের এক লম্বা সময় নেপোটিজমের অভিযোগে মুখ লুকিয়ে রেখেছিলেন পরিচালক প্রযোজক। এমনকি সোশ্যাল মিডিয়া থেকেও বিদায় নিয়েছেন। এখন অবশ্য খেলা ঘুরে গিয়েছে। ফের আগের রূপেই ফিরে এসেছেন করন। কার্তিক আরিয়ানকে ছবি থেকে বাদ দেওয়া নিয়ে নতুন বিতর্কে জড়ালেও কোনো পাত্তা দেননি।
এবার নতুন প্রজন্মের তারকাদের উপর ক্ষোভ উগরে দিলেন পরিচালক। হাল আমলের অভিনেতারা নাকি সমানে পারিশ্রমিক বাড়িয়েই চলেছেন। এমনকি করোনা কালেও তাদের অজুহাত দেওয়া বন্ধ হয়নি। করন নাকি বিরক্ত হয়ে গিয়েছেন নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে।
বলিউডি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে করন বলেন, “মেগাস্টার ও প্রথম সারির অভিনেতারা ব্যবসায় দক্ষ হন। কিন্তু নতুন ও তরুণ প্রজন্মের অভিনেতারাও বড় অঙ্কের পারিশ্রমিক দাবি করছে দেখে আমি হতভম্ব হয়ে গিয়েছি। করোনা কালেই এই পারিশ্রমিক বেড়েছে। এর পেছনে কারণ হিসাবে তাদের দাবি, এর আগের ছবি ফ্লপ করেছে বা ছবি মুক্তি পায়নি।”
করনের যুক্তি, এই তরুণ প্রজন্মের তারকারা এখনো পর্দায় নিজেদের অভিনয় দিয়ে প্রমাণ করেনি। অথচ এখন থেকেই তারা ২০-৩০ কোটি পারিশ্রমিক চাইছে। অবশ্য এদের জবাবও দিতে পারেন করন। তিনি পালটা তাদের দেখিয়ে দেন যে ছবি কতটুকু ব্যবসা করেছে। বক্স অফিসে ছবি চলছে না অথচ তাদের কোটি কোটি টাকা পারিশ্রমিক চাই! একেবারেই মেনে নিতে নারাজ করন।
পরিচালকের কথায়, “প্রযুক্তির সঙ্গে যুক্ত কলাকুশলীরা ছবিকে উন্নত করে। তাহলে অভিনেতাদের ১৫ কোটি আর এই কলাকুশলীদের ৫৫ লক্ষ টাকা দেওয়ার কী মানে? এর থেকে উলটোটা করলে ছবি আরো ভাল হবে।” প্রসঙ্গত, এই মুহূর্তে ‘রকি অউর রানি প্রেম কাহানি’ ছবির কাজে ব্যস্ত তিনি। পাঁচ বছর পর পরিচালনায় ফিরেছেন করন। ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন আলিয়া ভাট ও রণবীর সিং।