সুশান্ত-কৃতির অনস্ক্রিন রসায়ন নিয়ে তাচ্ছিল‍্য করেন করন, ভাইরাল সেই ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: গত ১৪ জুনের পর থেকেই তোলপাড় শুরু হয়েছে বিটাউনে। সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যু যেন একটা জোর ধাক্কা দিয়ে গিয়েছে সকলকে। তারপরেই মানুষ সরব হয়েছে বলিউডের ‘মুভি মাফিয়া’ গ‍্যাংয়ের বিরুদ্ধে। নেপোটিজম ও তাঁর ‘ধ্বজাধারী’ পরিচালক করন জোহরকে (karan johar) বয়কটের দাবি উঠেছে সর্বত্র।
করনের ছবির সঙ্গে সঙ্গে জনতার রোষের মুখে পড়েছে তাঁর টেলিভিশন টক শো কফি উইথ করনও। নেটিজেনদের বক্তব‍্য, এই শোয়ে গিয়ে একে অপরের নামে হিংসা ছড়ান তারকারা। এই কদিনে বহুবার উঠে এসেছে কফি উইথ করনের প্রসঙ্গ। ভাইরাল হয়েছে একের পর এক পুরনো এপিসোডের ভিডিও।
একটি এপিসোডে সোনম কাপুরকে বলতে শোনা গিয়েছে, তিনি সুশান্ত সিং রাজপুতকে চেনেনই না। তাঁর কোনও ছবিই দেখেননি তিনি। আরেকটি ভিডিওতে আলিয়া ভাট বলেন, প্রেম, ডেট ও মেরে ফেলা এই তিনটে অপশন থাকলে সুশান্তকে মেরে ফেলতে চান তিনি।
এবার আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে ক্ষোভ দ্বিগুণ হয়েছে নেটজনতার। লুকা ছুপি ছবিটি মুক্তির পর করনের টক শোতে অতিথি হয়ে আসেন কৃতি শানন ও কার্তিক আরিয়ান। সেই এপিসোডেরই ভিডিও এটি।
ভিডিওতে দেখা যায়, কৃতিকে করন প্রশ্ন করছেন কার সঙ্গে তাঁর জুটি বেশি ভাল লাগে, সুশান্ত না কার্তিক? উত্তরে অভিনেত্রী বলেন, দুজনের সঙ্গেই কিন্তু যেহেতু সবাই রাবতা ছবিতে সুশান্ত ও তাঁর রসায়নের প্রশংসা করেছিল তাই সুশান্তই আগে।

1535182541 Sushant Kriti
কৃতির উত্তর শুনে করন হাসতে হাসতে জিজ্ঞাসা করেন, ‘কোথায় ছিল রসায়ন?’ তাঁর হাসিতে যোগ দিতে দেখা যায় কার্তিক আরিয়ানকেও। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে নানান মন্তব‍্য করছে নেটিজেনরা। কেউ কেউ বলছেন, রসায়ন বিষয়টা আদৌ করন জোহর বোঝেন তো? আবার অনেকে বলেছেন, ওই একটি ছবিতে যা রসায়ন ছিল করনের সবকটি ছবি মিলিয়েও তা পাওয়া যাবে না।

https://www.instagram.com/p/CBy7SCdCMe9/?igshid=1y08rb3aklqfh

প্রসঙ্গত, সমবেত দাবির মুখে পড়ে চ‍্যানেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে শুটিং হবে না কফি উইথ করনের। এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত নির্দেশ না আসলেও জানা গিয়েছে অনির্দিষ্টকালের জন‍্য বন্ধ রাখা হয়েছে শোয়ের শুটিং। চ‍্যানেলের ঘনিষ্ঠ সূত্রে খবর, এই বিতর্কের মাঝে নতুন সিজন শুরু হলে উন্মত্ত দর্শককে আটকানো মুশকিল হবে।
তাছাড়া বলিউডের প্রথম সারির তারকারাও কফি উইথ করন আপাতত বন্ধ রাখার পক্ষেই মত দিয়েছেন। সূত্রের খবর, তাঁরা চাইলে বন্ধও করে দিতে পারেন এই শো।

Niranjana Nag

সম্পর্কিত খবর