করোনা ভাইরাস মোকাবিলায় ব্যর্থ মোদী সরকার, করেছে আত্মসমর্পণঃ রাহুল গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ লাদাখের পর করোনা ভাইরাস, ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) কাঠগড়ায় দাঁড় করালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। ভারত চীন সীমান্তে সেনা বিবাদ এবং জমি অধিগ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিভিন রকম প্রশ্ন বাণে জর্জরিত করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। তবে এবার আর লাদাখ নয়, সোজা করোনা ভাইরাস।

ভারতে করোনা পরিস্থিতি
দেশে বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লক্ষ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। তবে এরই মধ্যে শনিবারের রিপোর্টে ভারতে করোনা আক্রান্তের সব রেকর্ড ব্রেক করে আক্রান্তের সংখ্যা ১৮,৫৫২ জন এবং মৃতের সংখ্যা ৩৮৪ জন। এমনকি করোনা সংক্রমণের তালিকায় বেশ কিছুদিন ধরে চতুর্থ স্থানে রয়েছে ভারত।

Rahul Gandhi 630 630 571 855

প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের
দেশে যখন করোনা সংক্রমণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে, সেই সময়ে মোদী জি ফের চুপ কেন, তা নিয়ে প্রশ্ন তুলছেন রাহুল গান্ধী। তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে আক্রমণ করে এক ট্যুইটে বলেন, ‘করোনা ভাইরাসকে জব্দ করতে কেন্দ্রের কাছে সঠিক যে কোন পরিকল্পনা নেই, তা এতদিনে ভালোই বোঝা গেছে। করোনাকে হার মানাতে মোদী জি যে ব্যর্থ তা তিনি বুঝিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করোনা ভাইরাসের কাছে আত্মসমর্পণ করেছেন’।

corona virus getty

রাহুলের ট্যুইট
সেই সঙ্গে রাহুল গান্ধী টুইটে অভিযোগের সুরে লেখেন, গোটা দেশে করোনা সংক্রমণের মাত্রা ক্রমশই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে শুধু প্রধানমন্ত্রীই নন আইএমসিআরও করোনা মোকাবিলায় ব্যর্থ। এমনকি করোনা মোকাবিলায় কর্মরত নোডাল বডিও গত দু সপ্তাহ ধরে কোনও বৈঠক করেনি। আইসিএমআর বিগত ২ সপ্তাহ আগে শেষবার বৈঠক করেছিল বলে তিনি অভিযোগ করেন।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর