হাসপাতালের গাউনে সইফের পাশে ক‍্যামেরাবন্দি করিনা, তৈমুরের জন্মের আগের মুহূর্তের ছবি ভাইরাল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তৈমুরের (taimur ali khan) জন্মের ঠিক আগের মুহূর্তে করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খানের (saif ali khan) ছবি (photo) ভাইরাল (viral) হল সোশ‍্যাল মিডিয়ায়। হাসপাতালের গাউন পরে সইফের সঙ্গে ডেলিভারির আগের মুহূর্তে ক‍্যামেরার জন‍্য পোজ দেন তিনি। সেই আবেগঘন মুহূর্তের ছবি এবার অনুরাগীদের জন‍্য ভাইরাল হল নেটদুনিয়ায়।

কিছুদিন আগেই খুশির খবর দিয়েছেন করিনা ও সইফ। পরিবারে দ্বিতীয় সন্তানের আসার সুখবর শেয়ার করেন তাঁরা। তারই মাঝে এবার প্রথম সন্তান আদরের তৈমুরের জন্মের আগের মুহূর্তের ছবি প্রকাশ‍্যে নিয়ে এল বেবোর একটি ফ‍্যানপেজ।


করিনার ফ‍্যানপেজের তরফে প্রকাশ করা হয়েছে এই ছবিটি। ক‍্যাপশনে লেখা হয়েছে, ‘সামনের বছর পরিবারের নতুন সদস‍্যের জন্ম হতে চলেছে। আর অপেক্ষা করা যাচ্ছে না।’ ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। সেই সঙ্গে ছোট্ট তৈমুরকে কোলে নিয়ে বাবা সইফেরও একটি ছবি পোস্ট করা হয়েছে।

https://www.instagram.com/p/CD-VVgFFyGE/?igshid=4zui09c5mlz5

১৬ অগাস্ট সইফ আলি খানের জন্মদিন উপলক্ষে ঘরোয়া পার্টির আয়োজন করেছিলেন করিনা ও পরিবারের অন‍্য সদস‍্যরা। সেখানে কেক কাটার সময় করিনা ও সইফের চুম্বনের দৃশ‍্য তুমুল ভাইরাল হয় নেটদুনিয়ায়। অভিনেত্রী নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CD8NXeYJ36H/?igshid=vn2fxaalq8pi

প্রসঙ্গত, সম্প্রতি একটি যৌথ বিবৃতিতে করিনা ও সইফ বলেন, “খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে। শুভাকাঙ্খীদের অসংখ‍্য ধন‍্যবাদ তাদের ভালবাসা ও শুভকামনার জন‍্য।” এই প্রসঙ্গে সংবাদ মাধ‍্যমের তরফে করিনার বাবা রণধীর কাপুরকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আশা করি এই খবর সত‍্যি।

https://www.instagram.com/p/CD8NgJXFuLI/?igshid=1lppyftipgan6

https://www.instagram.com/p/CD8YpXzFjjG/?igshid=181wzq7upmm9a

বর্ষীয়ান অভিনেতার কথায়, “আশা করছি এই খবর সত‍্যি। দুজন সন্তান থাকলে একে অপরের জন‍্য বন্ধু হয়ে উঠতে পারে।” তবে তিনি জানান এই বিষয়ে সইফ ও করিনা এখনও তাঁকে কিছুই জানাননি।

২০১৬ তে জন্ম হয় করিনা ও সইফের প্রথম পুত্র তৈমুর আলি খানের। মাত্র তিন বছর বয়সেই রীতিমতো তারকা বনে গিয়েছে সে। এর আগে ২০১৮ তে দ্বিতীয় সন্তানের বিষয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী জানান এখনও দু বছরের আগে তিনি কিছু ভাবছেন না। ২০১৯ এও করিনা জানিয়েছিলেন এখন কেরিয়ারের দিকেই মনোযোগ দিতে চান তিনি ও সইফ।

প্রসঙ্গত, এরপর আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। করোনা পরিস্থিতির জন‍্য ছবির মুক্তির তারিখ পিছিয়ে করা হয়েছে আগামী বছর বড়দিনে। এখনও ছবির শুটিংও বাকি রয়েছে কিছু। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির বাকি শুটিং সারবেন অভিনেত্রী।

X