আদর দিয়ে বাঁদর করছেন ছেলেকে! তৈমুর-করিনার অভদ্র ব‍্যবহার দেখে ক্ষুব্ধ নেটমহল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ছেলেকে সঠিক শিক্ষাটুকুও দেননি কীভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়! নিজে যেমন ছেলেকেও তেমন বানাচ্ছেন, এমনি সব মন্তব‍্যে ক্ষোভ উগরে দিচ্ছেন নেটিজেনরা। নিশানায় করিনা কাপুর খান (kareena kapoor khan) ও সইফ আলি খান পুত্র তৈমুর আলি খান (taimur ali khan)। নেটনাগরিকদের অভিযোগ, বড় ছেলেকে বেশি মনোযোগ দিয়ে দিয়ে অভদ্র করে তুলেছেন তারকা বাবা মা। যার জেরে এই বয়সেই বড়দের সঙ্গে অভব‍্য আচরণ করতে শিখেছে তৈমুর।

কিন্তু নেটিজেনদের হঠাৎ এত রাগের কারণটা কী? এমনিতেই তৈমুর যত বড় হচ্ছে ততই যেন বাড়ছে তার ক‍্যামেরা বিরক্তি। ছোটবেলায় পাপারাৎজি দেখলেই ক‍্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তে দেখা যেত তারকা পুত্রকে। পাপারাৎজিও বেশ উপভোগ করতেন ব‍্যাপারটা। কিন্তু এখন উলটো হয়ে গিয়েছে বিষয়টা। ক‍্যামেরা দেখলেই তেড়ে যায় তৈমুর।


আর এবারে তো সব সীমাই পার করে ফেলেছে করিনার বড় ছেলে। অতি সম্প্রতি মুম্বইয়ে পাপারাৎজির ক‍্যামেরাবন্দি হন করিনা, তৈমুর এবং ছোট্ট জেহ। মায়ের কোলে ছিল জাহাঙ্গীর। কিন্তু এদিন সকলের নজর কাড়ল তৈমুর। মায়ের সঙ্গে বাইরে বেরিয়েই পাপারাৎজিকে দেখে চিৎকার করে ছুটে গেল সে। ন‍্যানিরাও সামলাতে পারছিলেন না তাকে। আরো কিছুক্ষণ ক‍্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে দৌড়ে গিয়ে গাড়িতে উঠে পড়ে তৈমুর। এমনকি ন‍্যানিদের সঙ্গেও তার খারাপ ব‍্যবহার চোখ টানে নেটনাগরিকদের।

ক্রমাগত ডাকা সত্ত্বেও উত্তর দেওয়া তো দূর, ক‍্যামেরার দিকে তাকানোর প্রয়োজনও মনে করেননি করিনা। ভিডিওটি ভাইরাল হতেই ক্ষেপেছে নেটিজেনরা। সকলেরই বক্তব‍্য, দেমাকে মাটিতে পা পড়ছে না করিনার। আর ছেলে তৈমুরকেও নিজের মতো তৈরি করছেন তিনি। তৈমুর শিশু, তাকে যা শেখানো হবে তাই শিখবে। আর তৈমুরের ব‍্যবহার দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে সে কেমন শিক্ষা পায়।

https://www.instagram.com/p/CTZJ4fSAtX5/?utm_medium=copy_link

তবে এসব কমেন্টে পাত্তা দেওয়ার প্রয়োজন মনে করেন না বেবো। আপাতত নিজের বই প্রেগনেন্সি বাইবেল বাই করিনা কাপুর খানের সাফল‍্য উদযাপন করতেই ব‍্যস্ত তিনি। বই নিয়েও অবশ‍্য কটাক্ষ সইতে হয়েছে করিনাকে। একজন লিখেছেন, দুই বাচ্চা সামলাতে দু তিনজন ন‍্যানিকে সঙ্গে নিয়ে ঘোরেন করিনা। আবার প্রেগনেন্সি বাইবেল লিখেছেন! বইতে ন‍্যানিদেরই কৃতিত্ব দেওয়া উচিত ছিল।

সম্পর্কিত খবর

X